শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: আর কদিন পরেই পঞ্চায়েত ভোট। তার আগে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।


কেমন দ্বন্দ্ব:
বিজেপির সঙ্গে আনাগোনা করছেন। অঞ্চলে অঞ্চলে বিজেপির বীজ রোপন করেছেন। নিজের মতো করে দল করছেন। কোনও বিরোধী দলের নেতা নন। গোসাবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন, ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। যদিও এ নিয়ে গুরুত্ব দিতে নারাজ বিধায়ক সুব্রত মণ্ডল।


গোসাবা তৃণমূলের ব্লক কার্যকরী সভাপতি সুবিদালী ঢালি বলেন, 'আমাদের গোসাবার বিধায়ক, তাঁর যা মানসিকতা, আর তাঁর যা গতিবিধি আমরা লক্ষ্য করছি, টোটাল বিজেপিকে নিয়ে আনাগোনা করছেন এবং অঞ্চলে অঞ্চলে বিজেপির বীজ রোপন করছেন।'


তৃণমূলের পার্টি অফিসে চলছে কর্মিসভা, সেখানে দাঁড়িয়ে দলীয় কর্মীদের সামনে, এভাবেই গোসাবার তৃণমূল বিধায়ক সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন, ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। সুবিদালী ঢালির অভিযোগ, বিজেপির সঙ্গে আঁতাঁত রয়েছে এলাকার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডলের। গোসাবার পাঠানখালিতে পার্টি অফিসে কর্মিসভায় যোগ দিয়েছিলেন সুবিদালী। ব্লক কার্যকরী সভাপতির পাশাপাশি, তিনি তৃণমূলের অঞ্চল সভাপতিও। সেখানেই বিধায়ককে নিশানা করেন তিনি। পরে সংবাদমাধ্যমের সামনেও নিজের অবস্থানে অনড় থেকেছেন তৃণমূল নেতা।


সুবিদালী ঢালি বলেন, 'বিজেপির লোকগুলিকে দলকে স্থান দেওয়ার বিরোধিতা করেছিলাম। সেই প্রতিহিংসায় উনি আমাদের পাঠানখালি অঞ্চল ও গোসাবা ব্লকে দুটি করে পার্টি অফিস করেছেন। বিজেপির লোকেদের মাথায় তুলেছেন। তাদের দলের পতাকা হাতে তুলে, শৃঙ্খলা না মেনে ব্যক্তিগতভাবে উনি চালিয়ে যাচ্ছেন।'


যদিও অঞ্চল সভাপতি ও ব্লক কার্যকরী সভাপতির এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চাননি তৃণমূল বিধায়ক। গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল বলেন, 'এটা কারও ব্যক্তিগত মত হতে পারে, দলে কোনও বিষয় নেই। মমতার হাত ধরে সবাইকে নিয়ে চলতে হবে।' বিধায়ক যখন ব্লক নেতার নিশানায়, তখন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সওকত মোল্লা জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই, খোঁজ নিয়ে দেখবেন। তবে দলে কোনও কোন্দল নেই বলে দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, কারও মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।


বিধায়ক গুরুত্ব দিতে না চাইলেও, পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে গোসাবায়। যা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি রাজ্য কমিটির সদস্য সঞ্জয় নায়েক, 'দিনের পর দিন এরা একের বিরুদ্ধে যেভাবে মুখ খুলছেন, এটা কিছু নয়, নিজেদের ভাগাভাগির বিষয়, গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে।'


আরও পড়ুন: কীভাবে খুব ছেলে? বর্ণনা দিতে গিয়ে বিচারকের সামনেই সংজ্ঞাহীন নিহত বিজেপি কর্মীর মা