নয়াদিল্লি: 'উইমেন্স প্রিমিয়ার লিগ'-এর (Women's Premier League) প্রথম মরসুমে (first season) প্লে অফের (playoff) যোগ্যতা অর্জন করে ফেলেছে 'দিল্লি ক্যাপিটালস' (Delhi Capitals)। আর সেই আনন্দের মুহূর্ত এক্কেবারে 'বলিউডি' (bollywood) কায়দায় উদযাপন করল দলের ফ্র্যাঞ্চাইজি। 


বলিউডি কায়দায় উদযাপন 'দিল্লি ক্যাপিটালস' দলের


শুরু হয়ে গিয়েছে 'উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৩'। প্রথম মরসুমের প্লে অফে পৌঁছে গেছে 'দিল্লি ক্যাপিটালস'। দলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে টিমের খেলোয়াড়রা তাঁদের এই সাফল্যের উদযাপনে মেতেছেন একেবারে ফিল্মি কায়দায়। তবে গোটা ভিডিওয় নজর কেড়েছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল ও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং (Meg Lanning)। 


রবিবার ট্যুইটারে ছোট্ট একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। যেখানে দিল্লির দলের খেলোয়াড়দের দেখা যাচ্ছে বলিউডের জনপ্রিয় গান 'ও লড়কি সবসে অলগ হ্যায়'-তে মেতে উঠতে। শাহরুখ খানের 'বাদশাহ' ছবির জনপ্রিয় এই গানে প্রত্যেককেই নাচতে দেখা যাচ্ছে। সবশেষে দেখা গেল দলের অধিনায়ক মেগ ল্যানিংকে 'বলিউড কিং'-এর আইকনিক সেই পোজ দিতে। দুই বাহু ছড়িয়ে শাহরুখ খানের জনপ্রিয় পোজে মেগ ল্যানিং এখন ভাইরাল। এই ভিডিও শেয়ার করেছেন দলের অন্যতম খেলোয়াড় জেমিমা রডরিগেজ। ক্যাপশনে লিখেছেন, 'মেগ এই এসআরকে পোজ প্রচণ্ড পছন্দ করেন।'


 






আরও পড়ুন: IPL 2023 New Rules : বাজতে চলল আইপিএল দামামা, এবার বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম, জানেন কি সেগুলো ?


প্রসঙ্গত, 'উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৩'-এর প্লে অফে প্রথম পৌঁছয় 'মুম্বই ইন্ডিয়ান্স', দ্বিতীয় দল 'দিল্লি ক্যাপিটালস'। এখনও পর্যন্ত দিল্লির দল ৬টি ম্যাচ খেলেছে এই টুর্নামেন্টে এবং তার মধ্যে চারটি ম্যাচেই জিতেছে। ৮ পয়েন্ট ও +১৪৩১ রান রেট নিয়ে এই মুহূর্তে লিগের ক্রমতালিকায় ২ নম্বরে আছে 'দিল্লি ক্যাপিটালস'। 


উল্লেখ্য, 'উইমেন্স প্রিমিয়ার লিগ'-এর উদ্বোধনী অনুষ্ঠানেও ছিল বলিউডের ছোঁয়া। মঞ্চ মাতিয়ে রাখেন বলিউডের দুই তারকা অভিনেত্রী কিয়ারা আডবাণী ও কৃতী শ্যানন। চলতি মাসের ৪ তারিখ, ঝাঁ চকচকে অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় 'উইমেন্স প্রিমিয়ার লিগ'। সঞ্চালিকা মন্দিরা বেদী শুরুতেই ঘোষণা করেন, 'মঞ্চে আগুন জ্বালাতে আসছেন... তিনি সুন্দরী, তিন বিজলি, তিনি কিয়ারা আডবাণী।' অন্যদিকে কৃতী শ্যানন ড্রেসিংরুম থেকে 'চক দে ইন্ডিয়া' গানের তালে নাচ শুরু করেন। মাঠে ঢুকে মঞ্চে উঠে নাচেন 'কোকা কোলা তু' গানের তালে।