মুম্বই: 'পাঠান' নিয়ে উন্মাদনা এখন অব্য়হত। এরইমধ্য়ে শাহরুখের আগামী ছবি 'জওয়ান' নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অ্যাটলির পরিচালনায় তৈরি হচ্ছে 'জওয়ান'। ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দক্ষিণের তারকা নয়নতারা ও বিজয় সেতুপতিকে। এই ছবিতেও অজস্র অ্যাকশন দৃশ্য থাকবে। আপতত শেষ পর্যায়ে ছবিটির শুটিং। আর এরই মধ্য়ে প্রকাশ্য়ে এল নয়া তথ্য়। শোনা যাচ্ছে, মুম্বইয়ের রাস্তায় কিং খানের একটি চেজ সিকোয়েন্সের (chase sequence) শুটিং হতে চলেছে।
গোটা মুখে ব্যান্ডেজ সমতে 'জওয়ান'-র পোস্টার প্রকাশ্যে এসেছিল আগেই। তারপরও শুটিং সেট থেকে ভাইরাল হয় অভিনেতার একটি ছবি। একাধিক ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan) গোটা মুখ ব্যান্ডেজে ঢাকা। চোখ খোলা,বেরিয়ে আছে চুলের লম্বা 'লকস'। এই ছবি ভাইরাল হতেই অনুরাগীদের কমেন্টের বন্যা বয়েছিল। সকলেই উত্তেজিত ছিলেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, 'রাজা এখন থামবেন না। উনিই সেরা।' অপর একজন লিখেছেন, 'বাহ্... পাঠান এখন জওয়ান।'
আরও পড়ুন...
'A Thursday'-র সিক্য়ুয়েলে এবারও কি ইয়ামি গৌতম?
প্রসঙ্গত, অ্যাটলির (Atlee) পরিচালনায় তৈরি হচ্ছে 'জওয়ান'। ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দক্ষিণের তারকা নয়নতারা (Nayanthara) ও বিজয় সেতুপতিকে (Vijay Sethupathi)। এই ছবিতেও অজস্র অ্যাকশন দৃশ্য থাকবে বলে জানা গেছে। ইতিমধ্যেই মুক্তি পাওয়া টিজারেও তা স্পষ্ট। ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন শাহরুখ-পত্নী গৌরী খান (Gauri Khan), অর্থাৎ 'রেড চিলিজ্ এন্টারটেনমেন্ট'।
২০২২ সালের জুন মাসে প্রকাশ্যে আসে 'জওয়ান' ছবির টিজার। প্রথম ঝলকেই মন জয় করেন কিং খান। 'জওয়ান' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ জুন, ২০২৩ সালে, পাঁচ ভাষায় - হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়। প্রসঙ্গত, 'পাঠান' ও 'জওয়ান' ছাড়াও এই বছরেই মুক্তি পাবে শাহরুখের তৃতীয় ছবি, রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত 'ডাঙ্কি'। এই ছবিতে শাহরুখ প্রথম রাজকুমার হিরানি ও তাপসী পন্নুর (Tapsee Pannu) সঙ্গে কাজ করবেন।
তবে আপতত 'জওয়ান'- র এই চেজ সিকোয়েন্সের (chase sequence) শুটিং কেমন হবে, তা নিয়েই চড়ছে শুরু হয়েছে জল্পনা।