পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: সোনারপুরের প্রতাপনগরে 'অত্যাচারী'র অট্টালিকার হদিশ। গ্রামবাসীদের অভিযোগ, এই বাড়িতেই বিচারসভা বসাতেন তৃণমূল কর্মী জামাল সর্দার (Sonarpur)। শিকলে বেঁধে, বাড়ির পুকুরে চুবিয়ে চলত অত্যাচার। মার্বেল ও টাইলসে মোড়া জামালের অট্টালিকা, আনাচে কানাচে লাগানো সিসি ক্যামেরা।
'অত্যাচারী'র অট্টালিকার হদিশ: বাড়ি দেখলে এক লহমায় মনে হতে পারে রিসর্ট। পাঁচিলে ঘেরা বিশাল জমি। গেট পেরিয়ে ঢুকলেই টাইলস বসানো ঝাঁ-চকচকে রাস্তা। বাইরের পাঁচিলও মার্বেল বাঁধানো। কলকাতার উপকণ্ঠে, সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর সাঙগুর গ্রামে তৃণমূল কর্মী জামাল সর্দারের সাম্রাজ্য় এটি। বাড়ির গেট থেকেই দূরে চোখে পড়বে নীল-সাদা রঙের এই বিশাল প্রাসাদ। বাড়ির প্রবেশপথ থেকে শুরু করে পুরো এলাকা মোড়া সিসি ক্যামেরায়। বাড়ির সামনে পুল, জামালের বাড়ির পিছনে বাঁধা রয়েছে ঘোড়া। স্থানীয়দের দাবি, এই আলিশান বাড়ির নীচেই বসত জামালের খাপ পঞ্চায়েত। এই প্রাসাদেই চলত বিচারপর্ব। গেটে ৫ খানা সিসি ক্য়ামেরা। বাড়ির ভিতর ছোট ছোট শেড করা। এখানেই বিচারালয় বসাতো। সেখানেই চেন দিয়ে বেঁধে মার। টিনের ছাউনি, মার্বেল দিয়ে তৈরি বিচারালয়ে লাগানো রয়েছে শিকল। অভিযোগ, বিচার-সভা বসিয়ে এখানেই চলত নির্মম অত্য়াচার। এখানেই শেষ নয়, শাস্তি হিসেবে জামালের বাড়ির সামনে, এই পুলেও নাকি চোবানো হত বলে অভিযোগ।
স্থানীয়দের অভিযোগ, গরিব মানুষদের প্রতারণা ও জমি দখল করেই গড়ে উঠেছে এই সুবিশাল অট্টালিকা। ওই এলাকার এক বাসিন্দা বলেন, এই কুস্তিয়ায় রথীন মাস্টার। সে হেড মাস্টার। তাঁর কাছে ৫ হাজার টাকা ধার চেয়েছে। ও একটু বয়স্ক হয়ে গেছে তো। এমন চিটিংবাজ, এমন কথা বলবে, গলে যেতে হবে। বলে ওঁর কাছ থেকে এটিএম কার্ডটা নিয়েছে। এবার যতদিন টাকা ছিল, ওঁর ৬৫ লক্ষ টাকা তুলে নিয়ে এই বাড়ি ঘর দোর করেছে। বলছে আজ দেব, কাল দেব করে সেই টাকা দেয়নি। বলেছে তুমি যদি হাইকোর্টে যাও তোমায় মেরে দেব। ও ভয়েতে সেই জন্য যায়নি। সেই লোকটা হেঁটে হেঁটে শেষকালে মারা গেল।
হইচই শুরু হওয়ার পর থেকেই এখন বেপাত্তা জামাল। শুধু সালিশিতে ডেকে এনে মারধরই নয়, জমি কেড়ে নেওয়া একের পর এক অভিযোগ। ঘটনার পর থেকে বেপাত্তা। জামাল গোটা একটা টিম নিয়ে কাজ করত। তাদেরও খোঁজ শুরু হয়েছে। তৃণমূল কর্মী জামালউদ্দিনের বাড়ির সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Suvendu Adhikari: 'বিরোধী দলনেতা আমি, সংগঠনের দায়িত্বে নেই' ভোটে ভরাডুবির দায় এড়ালেন শুভেন্দু?