সৌভিক মজুমদার ও হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ ও ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ-খুনের প্রমাণ মিলেছে। কুলতলিকাণ্ডে (South 24 Parganas) এমনটাই জানাল পুলিশ। শীঘ্রই রিপোর্ট দেবে রাজ্য সরকারের গঠন করা সিট, জানালেন পুলিশ সুপার। অন্যদিকে, শনিবার দুপুরে জয়নগরে অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সিপিএম। 


রিপোর্টে ধর্ষণ-খুনের প্রমাণ: কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট দেখে এবার জানাল পুলিশ। গত ৪ অক্টোবর দুপুরে টিউশন পড়তে গিয়ে, আর বাড়ি ফেরেনি চতুর্থ শ্রেণির ছাত্রী। রাতে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ধানক্ষেতের আল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। কুলতলির মহিষমারি ফাঁড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। নাবালিকার পরিবার প্রথম থেকেই ধর্ষণ করে খুনের অভিযোগ তুললেও পুলিশ শুরুতে শুধুমাত্র খুনের মামলা রুজু করে। পরে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে যোগ করা হয় পকসো ধারা। এবার ময়নাতদন্তের রিপোর্টেও মিলল ধর্ষণের প্রমাণ। সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, "আমাদের হাতে রিপোর্ট এসেছে। ধর্ষণের প্রমাণ রয়েছে। ধর্ষণ হয়নি বলা হচ্ছিল সেটা ঠিক নয়।''

পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ ও ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ-খুনের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন বারুইপুরের পুলিশ সুপার। রাজ্য সরকারের গঠন করা সিট কুলতলিকাণ্ডে দ্রুত রিপোর্ট দেবে বলেও জানিয়েছেন তিনি। সূত্রের খবর, শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে উল্লেখ রয়েছে ময়নাতদন্ত রিপোর্টে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার দুপুরে জয়নগরে অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সিপিএম।


এদিকে কৃষ্ণনগরে পুজো মণ্ডপের সামনে, পুলিশ সুপারের অফিসের মাত্র ৫০০ মিটার দূরে তরুণীর অর্ধদগ্ধ, বিবস্ত্র দেহ উদ্ধার হয়েছে। প্রেমিক-সহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ করে অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ তুলেছে নিহত দ্বাদশ শ্রেণির ছাত্রীর পরিবার। অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। নিহতের পরিবারের দাবি, ২৪ বছরের তরুণের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তরুণীর। গতকাল দু’জনে ঘুরতে বেরোনোর পর থেকেই তরুণী নিখোঁজ ছিলেন। আজ সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পুজো মণ্ডপের সামনে রাস্তায় পড়েছিল তাঁর অর্ধদগ্ধ, বিবস্ত্র দেহ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Krishnanagar News: 'ফুল বিক্রি করে মেয়েকে বড় করেছি, ফাঁসি চাই' দাবি কৃষ্ণনগরের নির্যাতিতার মায়ের