আবির দত্ত, দক্ষিণ ২৪ পরগনা: ব্যাকগ্রাউন্ডে বুকে মোচড় দেওয়া হিন্দি গান। আর পিস্তলের মুখে বেপরোয়া চাহনির নায়ক। সিলভার স্ক্রিনের দৃশ্য ভেবে ভ্রম হতে বাধ্য। কিন্তু ‘রিল লাইফ’-এর নায়ক হতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও যুবক। হাতে পিস্তল পেলেন কোথা থেকে, তার জবাব দিতে গিয়েই এখন কালঘাম ছুটছে তাঁর।  


পিস্তল নিয়ে সোশ্যাল মিডিয়া রিলস, পুলিশের হাতে যুবক


দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas News) মগরাহাটের (Magrahat News) ঘটনা। বেআইনি ভাবে পিস্তল রাখার দায়ে সেখানে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ (7MM Pistol)। ধৃত যুবক মগরাহাটেরই বাসিন্দা। নাম ইমরান খান। বয়স ২০ বছর। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিল বানিয়ে পোস্ট করেছিলেন তিনি। তাতে ব্যাকগ্রাউন্ডে জনপ্রিয় হিন্দি ছবি ‘সনম রে’ গান বাজতে শোনা যায়। আর সেই গান আওড়াতে আওড়াতে নিজের কপালে, গালে পিস্তল ঠেকাতে দেখা যায় তাঁকে (Social Media Reels)।


বিষয়টি পুলিশের কানে পৌঁছতে দেরি হয়নি। সটান ওই যুবকের বাড়িতে গিয়ে হাজির হয় ডায়মন্ড হারবার জেলা পুলিশের দল। সেখানে ওই পিস্তল সমেত ইমরানকে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। তাকেজিজ্ঞাসাবাদ করে জানা যায়, এখটি দোকান থেকে ওই 7MM পিস্তলটি পেয়েছেন তিনি।


আরও পড়ুন: SSC: চাইলে শান্তিপ্রসাদ সিন্হাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, নির্দেশ হাইকোর্টের


সেই মতো মগরাহাটের ওই দোকানে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে আটটি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার হয়। কোথা থেকে ওই অস্তরগুলি আনা হয়েছিল, মজুত করেই বা রাখা হয়েছিল কী কারণে, তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।


বেআইনি অস্ত্র উদ্ধারে রাজ্য জুড়ে সক্রিয় পুলিশ


উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে একের পর এক হিংসা, অশান্তির ঘটনায়, বিশেষ করে বীরভূমের রামপুরহাটের বগটুইয়ের ঘটনার পর সমস্ত বেআইনি অস্তর-গুলি, বোমা উদ্ধারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে লাগাতার পুলিশের তরফে সক্রিয়তা ধরা পড়ছে। কিন্তু ইমরানের মতো অল্পবয়সি ছেলেদের হাতে অস্ত্র পৌঁছচ্ছে কী ভাবে, উত্তর নেই।