জয়ন্ত রায় ও অরিত্রিক ভট্টাচার্য, দক্ষিণ ২৪ পরগনা : মহেশতলায় বজবজ ট্রাঙ্ক রোডে ভয়াবহ দুর্ঘটনা (Mahestala Accident)। LPG সিলিন্ডার বোঝাই ট্রাকের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়। দুটি হাত খুইয়ে SSKM হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও এক কিশোর। একাদশীর বিকেলে ঘটনা দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাস্তা নিয়ে একাধিক অভিযোগ, বিক্ষোভ স্থানীয়দের। এর মাঝেই গোটা ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।


ভয়াবহ দুর্ঘটনার পরই বেহাল রাস্তার সংস্কারে ঢিলেমির অভিযোগ তুলে পথে নামেন স্থানীয়রা। তাঁদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। দুর্ঘটনার পরের দিনও রাস্তা নিয়ে তীব্র ক্ষোভ স্থানীয়দের। অভিযোগ, বজবজ ট্রাঙ্ক রোডের একটা বড় অংশ দীর্ঘদিন ধরে বেহাল। দীর্ঘদিন ধরে চলছে রাস্তা সারাই। যে অংশে রাস্তার কাজ হয়েছে, সেখানে এখনও বালি, পাথর পড়ে আছে। বালিতে চাকা পিছলে নিয়মিত দুর্ঘটনা ঘটে। বুধবারের ঘটনাও একই কারণে ঘটে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, পুজোর সময় থেকে এ পর্যন্ত অন্তত ৮ টি টোটো দুর্ঘটনার কবলে পড়েছে। মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে স্থানীয়রা জানান, ছেলেগুলো রাস্তা ক্রস করে দাঁড়াতেই ট্রাক এসে ধাক্কা মারে। চাকা পিছলে গিয়েছিল। ২ জন ট্রাকের তলায় চলে যায়। 


প্রশাসন সূত্রে খবর, বজবজ ট্রাঙ্ক রোড দেখভালের দায়িত্ব পূর্ত দফতরের। রাস্তা সারানোর পাশাপাশি, গোটা এলাকার সৌন্দর্যায়ন করা হচ্ছে। মহেশতলার পুর চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক দুলাল দাস বলেছেন, আমি কি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকব ! বিধায়ক ও পুর চেয়ারম্যান হিসেবে যা করার দরকার করেছি। যারা বিক্ষোভ দেখিয়েছে তারা সাধারণ মানুষ নয়। যারা আমার সঙ্গে পেরে উঠছে না তাদের মদতপুষ্ট এই বিক্ষোভকারীরা। পাল্টা মহেশতলার বিজেপি নেত্রী সবিতা চৌধুরী বলেছেন, উনি (দুলাল দাস) বিরোধী বলতে বিরোধী কোনও দলকে নয়। তৃণমূলের অন্য গোষ্টীর কথাই বলতে চেয়েছেন সম্ভবত। কারণ, আমাদের কাছে খবর, ওঁর বিরোধী তৃণমূলের এক যুব নেতার নেতৃত্বে ওখানে বিক্ষোভ হয়েছে।


ঘাতক ট্রাক সমেত চালক ও খালাসিকে আটক করেছে মহেশতলা থানার পুলিশ।                                   


আরও পড়ুন- বেপরোয়া গতির পিক আপ ভ্যান পিষে দিল সাইকেল আরোহীকে, বাঁকুড়ায় জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা