জয়দীপ হালদার, সাগর: নিম্নচাপের তুমুল বৃষ্টির মধ্যেই সাগরে দেখা দিল মিনি টর্নেডো। ক্ষণিকের এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চায়েত সমিতির কটেজ। ভাঙল বেশ কয়েকটি দোকান, ছিঁড়েছে বিদ্যুতের তার।
সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের কাছেই আছড়ে পড়ে মিনি টর্নেডো। আচমকা কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে সাগর পঞ্চায়েত সমিতির কটেজ ও আশেপাশের দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়। ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার।
এর আগেও সাগরদ্বীপের কাছে আছড়ে পড়েছিল টর্নেডো। গত ১০ জুন সাগরদ্বীপের কাছে হুগলি নদীর উপর টর্নেডো পরিস্থিতি তৈরি হয়েছিল। নদীর ওপরই স্তম্ভ আকারে দেখা দেয় ঘূর্ণাবর্ত।
জল স্তম্ভ আকারে পাক খেয়ে উপরের দিকে উঠতে দেখা গিয়েছিল। নদীর বুক থেকে ক্রমশ তীরের দিকে আসতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
প্রায় আধঘণ্টা ধরে নদীর উপর ছিল ওই টর্নেডো। পরে নদীর উপরেই তা মিলিয়ে যায়। নদী থেকে স্থলভাগে না ঢোকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা এর আগে কখনও দেখেননি তাঁরা।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে যখন ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয় তখন এ ধরনের ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে অনেক সময় ছোটখাটো টর্নেডো তৈরি হয়ে থাকে সমুদ্র বা নদীর ওপর।
আবহাওয়া মণ্ডলের ওপরে ও নিচে তাপমাত্রার ফারাক থাকলে এমনটা হয়ে থাকে। ঘূর্ণাবর্তের অনুকূল পরিস্থিতি সময় এ ধরনের ছোটখাটো টর্নেডো সমুদ্র বা নদীতে তৈরি হয়ে থাকে।
সাম্প্রতিক অতীতে রাজ্যে একাধিক বার দেখা গিয়েছে টর্নেডো। চলতি সপ্তাহেই পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে আছড়ে পড়ে টর্নেডো। দুপুর বেলা কেশিয়াড়ি ব্লকের ৮ নম্বর লালুয়া গ্রাম পঞ্চায়েতের বরাড় গ্রামে হঠাৎ শুরু হয় প্রচণ্ড ঝড়।
প্রায় অনেকেই এই ঝড়টিকে ক্যামেরাবন্দি করেন এবং সেখান থেকে পাওয়া চিত্রে দেখা গিয়েছে যে ঝড়টি টর্নেডোর আকার নিয়েছিল। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি।
তার আগের দিনই টর্নেডোর ধাক্কায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া গ্রামে । এক মিনিটের টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কিছু বাড়ি। ভেঙে পড়েছিল বিদ্যুতের খুঁটিও।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকেও দেখা দেয় মিনি টর্নেডো। লন্ডভন্ড গাছ থেকে ঘরবাড়ি। বেশ কিছু দোকানপাট ভেঙে গুড়িয়ে দেয় এই দমকা হওয়া। যদিও এই ঘূর্ণিঝড়ের স্থায়িত্ব বেশিক্ষণ হয়নি বেশকিছু গাছপালাও ভেঙে পড়ে।
গত জুলাই মাসের শেষের দিকে নিম্নচাপের জেরে দুর্যোগের মধ্যেই সন্ধে ছটা নাগাদ আচমকা ডায়মন্ড হারবার ও হলদিয়ার মাঝামাঝি হুগলি নদীর উপর মিনি টর্নেডো দেখা গিয়েছিল।
আরও পড়ুন: কেশিয়াড়ির গ্রামে আছড়ে পড়ল টর্নেডো! আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
সাগরদ্বীপের কাছে হুগলি নদীর উপর টর্নেডো, প্রায় আধঘণ্টা স্থায়ী হল জলস্তম্ভ