কলকাতা: WBCS পরীক্ষা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খায় ছাত্রছাত্রীদের মনে। বিশেষ করে মেনসের ক্ষেত্রে বিষয় ভিত্তিক জিজ্ঞাসা থাকে। আবার অনেক বিষয় নিয়ে পরীক্ষার্থীদের মনে আতঙ্কও থাকে। এবিপি লাইভে আলোচনার বিষয় ইংরেজি। ইংরেজির খুঁটিনাটি নিয়ে নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন মালদা সদরের ডেপুটি কমিশনার অব রেভেনিউ সৌম্য মুখোপাধ্যায়। ২০০৫ সালের West Bengal Revenue Service এর তৃতীয় স্থানাধিকারী জানাচ্ছেন যে কোনও বিষয়ের মতো ইংরেজিকে ভয় নয়, বরং ভালবেসে পড়তে হবে।
এবিপি লাইভ: ইংরেজি মানেই অনেকের কাছেই একটা ভয়, কীভাবে ইংরেজির ভিত মজবুত করা যাবে?
সৌম্য মুখোপাধ্যায়: বাংলা, হিন্দি, ইংরেজি মাধ্যম থেকে যাঁরা পড়ে এসেছেন, তাঁরা WBCS পরীক্ষা দেন। সমস্যা বেশি হয় ইংরেজি বাদে অন্যান্য মাধ্যম থেকে আসা পড়ুয়াদের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিক স্তরের পর থেকে বর্ণনামূলক বিষয় পড়ার অভ্যেসটা চলে যায়। ভিত মজবুতের জন্য প্রথম থেকেই ভাল প্রবন্ধ, গল্প, বই পড়তে হবে। এটা অভ্যেস করে ফেলতে হবে। এর পাশাপাশি Vocabulary বাড়াতে হবে।
এবিপি লাইভ: WBCS-এ ইংরেজি কতটা স্কোরিং?
সৌম্য মুখোপাধ্যায়: প্রচলিত একটা কথা আছে যে, WBCS মেনসে ইংরেজিতে যেহেতু বর্ণনামূলক প্রশ্ন থাকে, সেখানে নম্বর বেশি পাওয়া যাবে না। কিন্তু একদমই তা নয়। WBCS – এ কম্পালসারি দুটো বিষয় এবং অপশনাল 'ডিসাইডিং ফ্যাক্টর' হয়ে দাঁড়িয়েছে। যদি ভাল করে লেখা যায় তবে অবশ্যই নম্বর ভাল পাওয়া যায়।
এবিপি লাইভ: মেনসের ক্ষেত্রে কম্পালসারি ইংরেজিতে ৪০ নম্বরের ৫টি প্রশ্ন থাকে। সময়ের মধ্যে কীভাবে কম্প্যাক্ট উত্তর লেখা যাবে?
সৌম্য মুখোপাধ্যায়: ২০০ নম্বরের পরীক্ষায় মোট ৫টা প্রশ্ন থাকে। লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি থাকে। এর সঙ্গে থাকে কমপ্রিহেনশন, ডায়লগ রাইটিং এবং কমপোজিশন। গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি প্রতিবছরই প্রশ্নে থাকছে। ভাল স্কোর করতে গেলে দুটো বিষয় মাথায় রাখতে হবে। প্রথমেই মনে রাখতে হবে প্রতিটা প্রশ্নের উত্তর লেখার নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। যেমন লেটার রাইটিং, এক্ষেত্রে চিঠিটা যাঁকে লেখা হচ্ছে প্রথমে তাঁকে অ্যাড্রেস করতে হয়। সাবজেক্ট লাইন, রেফারেন্স লাইন থাকে, ধন্যবাদ দেওয়ার জন্য একটা নির্দিষ্ট লাইন থাকে, এরপর একদম শেষে যিনি চিঠি পাঠাচ্ছেন তাঁর নাম, ঠিকানা। এই ফরম্যাটটা মনে রাখতে হবে। এক্ষেত্রে পরীক্ষার্থীরা ভুল করে ফেলেন। অনেকেই নিজের নাম ঠিকানা লিখে ফেলেন শেষে। এতে ১০ শতাংশ নম্বর কাটা যেতে পারে। কনটেন্টের ক্ষেত্রে এভারগ্রিন টপিক থাকে। যেমন পরিবেশ সংক্রান্ত বিষয়, নারী শক্তি ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন আসতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্সের উপরও লেটার রাইটিং বা অন্য প্রশ্ন আসে। যেমন গত বছর সিভিল রাইটস নিয়ে অনেক জায়গায় আন্দোলন হয়। তার উপর ভিত্তি করেই এবার সিভিল রাইটস নিয়ে কম্পোজিশন এসেছে। অর্থাৎ ফরম্যাট এবং কনটেন্ট এই দুটোকে গুরুত্ব দিলে ভাল নম্বর পাওয়া যেতে পারে।
এবিপি লাইভ: প্রেসি লিখতে গিয়ে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি লিখে ফেলেন। কীভাবে নির্ধারিত শব্দ সংখ্যার মধ্যে উত্তর লিখবেন পরীক্ষার্থীরা?
সৌম্য মুখোপাধ্যায়: প্রেসি লিখতে গেলে বিষয়টা ভাল করে পড়তে হবে। এবার গুরুত্বপূর্ণ লাইনগুলি আন্ডারলাইন করতে হবে। অর্থাৎ সারমর্ম লেখার সময় ওই লাইনগুলি সাহায্য করবে। প্রথমে একটা ড্রাফট করতে হবে। এরপর কোনও অংশে ৩-৪টে শব্দের বদলে একটা শব্দ ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে প্রেসি হবে মূল যে বিষয় দেওয়া রয়েছে তার এক তৃতীয়াংশ। ৬০০ শব্দের প্যারাগ্রাফ থাকলে ২০০-র মধ্যে শেষ করতে হবে। সেটা ৩০০ শব্দ হয়ে যাবে, এটা কখনই কাম্য নয়। এর সঙ্গে অবশ্যই একটা হেডলাইন লিখতে হবে। প্রেসির জন্য একটা পাতা দেওয়া হয়ে থাকে। যাতে শব্দ সংখ্যা গুনতে সুবিধা হয়।
এবিপি লাইভ: লেটার রাইটিংয়ে কোনও বিষয় পড়ে যাওয়ার পর দেখা যায়, তা রিপোর্ট রাইটিংয়ে চলে এসেছে। অনেকেই ঘাবড়ে যান। কীভাবে তৎক্ষণাৎ এই বিষয়গুলি সামলাবেন পরীক্ষার্থীরা?
সৌম্য মুখোপাধ্যায়: WBCS পরীক্ষার ধরনটাই এরকম। প্রয়োজন পড়লে যেমন প্রশ্ন আসবে সেই মতোই নিজেকে প্রস্তুত করতে হবে। কোনও কনটেন্ট পড়ে যাওয়ার পর লেটার রাইটিংয়ে এলে তার মতো পরিবেশন করতে হবে আবার রিপোর্ট রাইটিংয়ে এলে তার মতো পরিবেশন করতে হবে। একই জিনিস অপশনালের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা প্রতিদিনের চর্চার ব্যাপার। প্রস্তুতি নেওয়ার সময় ৫-১০ বছরের প্রশ্নপত্র চর্চা করলে নিজের মধ্যে আত্মবিশ্বাসটা চলে আসবে।
এবিপি লাইভ: Vocabulary এক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ?
সৌম্য মুখোপাধ্যায়: Vocabulary খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। শুধু পরীক্ষার জন্যই নয়, অন্যান্য অনেক জায়গাতেই কাজে লাগে। এটা লং টার্ম প্রসেস। ইংরেজি খবরের কাগজ পড়ার সময় কোনও নতুন শব্দ পেলে তা লিখে রাখতে হবে। একইসঙ্গে মানেটাও বাংলার বদলে ইংরেজিতেই লিখতে হবে। কিছু বই রয়েছে Vocabulary-র জন্য, সেটা ব্যবহার করা যেতে পারে। এক থেকে দেড় বছর ধরে এটা করলে Vocabulary অনেকটাই বাড়বে।
এবিপি লাইভ: WBCS-এ মূল ধারার প্রস্তুতির সঙ্গে দিনের নির্দিষ্ট সময় কি Vocabulary-র জন্য রাখতে হবে?
সৌম্য মুখোপাধ্যায়: Vocabulary অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় দেওয়ার দরকার নেই।
এবিপি লাইভ: Composition এর ক্ষেত্রে ৩০০ শব্দের মধ্যে গুছিয়ে লিখতে হবে নাকি ৫০০ শব্দের বেশি লেখা বাধ্যতামূলক?
সৌম্য মুখোপাধ্যায়: WBCS-এ লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং-এ শব্দ সংখ্যা দিয়ে দেওয়া হয়। কিন্তু Composition এর ক্ষেত্রে সব সময় তা হয় না। গ্র্যাজুয়েশনের সময় একটা জিনিস হয়, যতটা পারো লেখো। এক্ষেত্রে কিন্তু তা নয়। লেখার মধ্যে যেন সামঞ্জস্য থাকে। কম লিখে অরিজিনাল রাইটিংয়ের উপর অতিরিক্তি নম্বর পাওয়া যেতে পারে। অনেক লিখলে নম্বর পাওয়া যাবে তা একদম নয়।
এবিপি লাইভ: গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের ইংরেজির সঙ্গে WBCS-এর ইংরেজির পার্থক্য কোথায়?
সৌম্য মুখোপাধ্যায়: একটা সাহিত্য আরেকটা ভাষা। গ্র্যাজুয়েশনে সাহিত্যের সঙ্গে ভাষার কিছুটা অংশ থাকে। কিন্তু WBCS-এ পুরোটাই ভাষা। এখানে নতুনভাবে লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং করতে হবে।
এবিপি লাইভ: ইংরেজিতে ট্রান্সলেশনের ক্ষেত্রে দুর্বলতা কীভাবে কাটিয়ে ওঠা যাবে?
সৌম্য মুখোপাধ্যায়: প্রবন্ধ, গল্প থেকে ট্রান্সলেশন আসে। তাই বাংলাটাও ভাল করে জানতে হবে। কারণ মানে বোঝাটা গুরুত্বপূর্ণ। শব্দ ধরে অনুবাদ করলে চলবে না। বাক্যের ভাবটাও বুঝতে হবে। এক্ষেত্রেও Vocabulary গুরুত্বপূর্ণ। যাতে ঠিক করে লেখা যেতে পারে।
এবিপি লাইভ: স্পেশাল টিপস কিছু দিতে চাইবেন ?
সৌম্য মুখোপাধ্যায়: ইংরেজি নিয়ে ঘাবাড়ানোর কোনও দরকার নেই। প্রত্যেকরই কিছু দুর্বলতা থাকে। সেই দুর্বলতাটা কাটানোর চেষ্টা করতে হবে। অনেক সময় আবার এমনও হয়, কেউ হয়ত ইংরেজিতে ভাল, কিন্তু তার মনে হচ্ছে সে খারাপ। বেসিক জায়গা থেকে শুরু করতে হবে। মাধ্যমিক স্তরের গ্রামার পড়তে হবে। প্রিলিমিনারি, মেনস-দুটো ক্ষেত্রেই লাভ হবে।
আরও পড়ুন: WBCS Exam Preparation: WBCS-এ সাফল্য কীভাবে? এগোতে হবে কোন পথে?
Education Loan Information:
Calculate Education Loan EMI