বারুইপুর: বেলাগাম করোনার সংক্রমণ (Daily COVID Cases)। তার জেরে সপ্তাহে দু’দিন বারুইপুরে বাজার (Baruipur Market) বন্ধ রাখার সিদ্ধান্ত প্রশাসনের। বারুইপুর পৌরসভা এলাকা (Baruipur Municipl Area) এবং বারুইপুর ব্লকের ১৯টি গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত দোকানপাট এবং বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি পরিষেবা (Emergency Services) বাদে সমস্ত দোকান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকে বাজার বন্ধ থাকতে দেখা গিয়েছে। তবে পথচলতি মানুষের মুখে মাস্কের দেখা মেলেনি আজও। ধরে ধরে তাঁদের মাস্ক পরাতে হচ্ছে পুলিশকে।
এর আগে, গত সপ্তাহেও দু’দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বারুইপুর প্রশাসন। সে বারও বৃহস্পতি এবং শুক্রবার বাজার বন্ধ রাখা হয়। এ ছাড়াও মাইকে চালান হয় সচেতনতামূলক প্রচার। বাড়ি এবং এলাকাভিত্তিক মাইক্রো কনটেনমেন্ট জন গড়ে তোলা হয়।
তার পরেও অসেচতনার ছবি ধরা পড়ে জায়গায় জায়গায়। বাজারগুলিতে ক্রেতা-বিক্রতাদের ঘোরাঘুরি করতে দেখা যায় মাস্ক ছাড়াই। এর ফলে এলাকায় সংক্রমণ হ্রাসের কোনও লক্ষণ মেলেনি এখনও সামাজিক দূরত্ববিধির বালাইও ছিল না সেখানে। তাতেই ফের বাজার বন্ধের সিদ্ধান্ত।
কোভিড বিধি কার্যকর করতে বারুইপুরে বিশেষ ভাবে তৎপর হয়েছে পুলিশ। বাজার এবং জনবহুল এলাকাগুলিতে কোভিডবিধি (COVID Protocols) সঠিক ভাবে পালন হচ্ছে কি না দেখতে, নজরদারি চলছে। কিন্তু তাতেও চরম দায়িত্বজ্ঞানহীনতার ছবি উঠে আসছে। বাজার সংলগ্ন এলাকায় তো বটেই, বাজারের মধ্যেও ক্রেতা-বিক্রেতাদের অনেককে মাস্ক না পরে থাকতে দেখা যায়। প্রশ্ন করলে বিধিভঙ্গকারীরা নানা অজুহাতও দেখান পুলিশকে। গ্রেফতারি, সাইকেলের চাবি কেড়ে নিয়েও বিধিভঙ্গ ঠেকানো যায়নি।
আগের তুলনায় সামগ্রিক ভাবে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ খানিকটা নিম্নমুখী হলেও, এখনও তা ১১ হাজারের উপরেই রয়েছে। মৃত্যুও ৪০-এর আশেপাশেই রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় করোনা সংক্রমণ ৮০০-র উপরে রয়েছে। বেশ কয়েক জন রোগীর মৃত্যুর খবরও মিলেছে গত কয়েক দিনে।