দক্ষিণ ২৪ পরগনা: অবৈধ নির্মাণ বন্ধ করতে গিয়ে 'আক্রান্ত' হল পুলিশ।   ভাঙড়ের উত্তর কাশীপুর থানার পুলিশকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এমন কি এক পুলিশ কনস্টেবলকে কামড়ে মাংস তুলে নেওয়ার অভিযোগও উঠেছে।  কনস্টেবলকে বাঁচাতে গেলে লাঠি, বাঁশ দিয়ে মারধর করা হয় SI মনজুর আলম মণ্ডলকে বলে অভিযোগ। পরে আরও পুলিশ বাহিনী গিয়ে আক্রান্তদের উদ্ধার করে। গুরুতর আহত হয়েছেন SI মনজুর আলম মণ্ডল এবং কনস্টেবল রবি রায়। 

Continues below advertisement

আরও পড়ুন, 'আমি চাইছি দল আমাকে বের করে দিক', বিস্ফোরক TMC বিধায়ক হুমায়ুন কবীর

Continues below advertisement

সরকারি রাস্তার ধারে জমি জবরদখল করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। থানায় জবরদখলের লিখিত অভিযোগ জানিয়েছে গ্রামবাসীরা। পুলিশ বেআইনি নির্মাণ বন্ধ করতে গেলে জবরদখলকারীদের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। পুলিশকে মারধরের অভিযোগে এখনও অবধি ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)