জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: শুক্রবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার কলাগাছিয়ায় শ্যুটআউট। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি পেশায় গাড়িচালক স্থানীয় এক ব্যক্তি। গুলিবিদ্ধের পরিবারের দাবি, কেউ বা কারা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবকের ওপর হামলা চালায়। কালিতলা আশুতি থানা তদন্ত শুরু করলেও এখনও অধরা দুষ্কৃতীরা।


গভীররাতে শ্যুটআউট: রাতদুপুরে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে গুলি। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি কাঁধে লাগায় কোনওক্রমে প্রাণ রক্ষা। মাঝরাতে শ্যুটআউটের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার কলাগাছিয়ায় চাঞ্চল্য। বাড়ির কাছে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার পেশায় গাড়িচালক এক ব্যক্তি।  গুলিবিদ্ধ সারদা দেবী নগরের বাসিন্দা। পেশায় গাড়িচালক সুরজ রায়। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবককে ভর্তি করা হয়েছে এনআরএস হাসপাতালে। পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে কেউ বা কারা সুরজকে ফোন করে ডেকে নিয়ে যায়। ভোরবেলা পুলিশ এসে সুরজের গুলিবিদ্ধ হওয়ার খবর পরিবারকে জানায়।


এক ব্যক্তির উপর হামলার অভিযোগ: গুলিবিদ্ধের মা সারদা দেবীর অভিযোগ, ওকে কেউ ফোন করে বাইরে ডেকে নিয়ে যায়। জানি না কীভাবে কী ঘটল।’’ পরিবার এবং পাড়ার লোক, একবাক্যে সকলেই স্বীকার করছেন সুরজের সঙ্গে কারো কোনও শত্রুতা বা ঝামেলার কথা তাঁদের জানা নেই।  কে বা কারা গুলি চালাল? নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা, নাকি অন্য কোনও কারণ? তদন্ত শুরু করেছে কালিতলা আশুতি থানা। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।


অন্যদিকে, সম্পত্তি হাতাতে ২৫ হাজার টাকার চুক্তিতে সুপারি কিলার দিয়ে দাদাকে খুন করানোর অভিযোগ উঠল। গ্রেফতার ভাই-সহ ২। শ্রীরামপুরের রাজ্যধরপুরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, পাঁচ ভাই ও এক বোনের মধ্যে একমাত্র অভিযুক্তই বিবাহিত। এক ভাইয়ের মৃত্যু হয়েছে। আরেক ভাই অসুস্থ। অভিযোগ, সেই সুযোগ নিয়ে দিল্লি রোডের ধারে কয়েকলক্ষ টাকার পারিবারিক সম্পত্তি হস্তগত করার চেষ্টা করছিল অভিযুক্ত। এর মধ্যেই তিনদিন আগে বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হয় বড়ভাইয়ের দেহ। খুনের অভিযোগে সুপারি কিলার ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। 


আরও পড়ুন: Road Landslide: বড়বাজারের নেতাজি সুভাষ রোডের একাংশে ধস, শুরু মেরামতির কাজ