জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: জেটি ঘাটে বসেছিলেন দীর্ঘ ক্ষণ। আর পাঁচ জনের মতোই হাওয়া খেতে এসেছিলেন বলেই মনে করেছিলেন সকলে। কিন্তু তাঁদের চমকে দিয়ে আচমকাই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার। (Diamond Harbour) স্থানীয় বাসিন্দা এবং পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচানো সম্ভব হল তাঁর। 


ডায়মন্ড হারবারে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা মহিলার 


দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas News) জেলার ডায়মন্ড হারবার থানার অন্তর্গত পাতালকুঞ্জের ঘটনা। রবিবার ডায়মন্ড হারবার জেটিঘাটে বসেছিলেন তিনি। আচমকাই হুগলি নদীতে ঝাঁপ দেন। তাতে শোরগোল পড়ে যায় জেটি ঘাটে। ছুটে আসেন মানুষ জন। খবর দেওয়া হয় পুলিশ-প্রশাসনকে (Diamond Harbour Police)। 


খবর পেয়ে মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় জেটি ঘাটে। মহিলাকে উদ্ধার করতে নদীতে ঝাঁপিয়ে পড়েন কয়েক জন। তাতেই বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ওই মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়। নদী থেকে উদ্ধারের পর তড়িঘড়ি স্থানীয় ডায়মন্ড হারবার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে (Woman Tries to Commit Suicide)। 


আরও পড়ুন: South 24 Paraganas: অর্থাভাবে হোঁচট পড়াশোনায়, অন্ধকারে 'অষ্টম' সৌমনের ভবিষ্যৎ


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে বসে ছিলেন ওই গৃহবধূ। হঠাৎই  হুগলি নদীতে ঝাঁপ দেয়ন তিনি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। ডায়মন্ড তাদের তৎপরতায় হুগলি নদী থেকে উদ্ধার হয় ওই মহিলাকে।


সাংসারিক অশান্তিতেই আত্মহত্যার চেষ্টা!


আচমকা কেন এমন পদক্ষেপ করতে গেলেন ওই মহিলা, তা নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম অর্চনা মণ্ডল। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সাংসারিক অশান্তির জেরেই আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি।