গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : নিম্নচাপের প্রভাবে গতকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় দুর্যোগ অব্যাহত। গতকাল দুপুরে গঙ্গাসাগরে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দা সন্দীপ গৌর নামে বছর ২৬ এক পুণ্যার্থী। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা গতকাল থেকে সাগরে স্পিড বোট নিয়ে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি সাগরতটে সিভিল ডিফেন্সের কর্মীদের নজরদারি বাড়ানো হয়েছে। চলছে মাইক প্রচার।

Continues below advertisement

আরও পড়ুন, নিম্নচাপের জের, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা, নিম্নচাপ কাটবে কবে ?

Continues below advertisement

 গতকাল সন্ধে থেকে নাগাড়ে বৃষ্টি চলছে। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। জেলার সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমান বেশী। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। পাশাপাশি গতকাল থেকে শুরু হয়েছে অমাবস্যার কোটাল। ফলে নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে কয়েক গুন। নদী ও সমুদ্র উত্তাল থাকায় আাগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যে সুন্দরবনের বন্দরগুলিতে ফিরে এসেছে সব মৎস্যজীবী ট্রলার।

বেহাল বাঁধের ওপর নজর রাখতে বলা হয়েছে সেচ দপ্তরের আধিকারিকদের। জেলা, মহকুমা ও ব্লকে কন্ট্রোলরুম খোলা হয়েছে।এদিকে, গতকাল একদিনে রাজ্য়ে বাজ পড়ে মৃত্য়ু হয়েছে ১৮ জনের ! বাঁকুড়া জেলায় বাজ পড়ে মৃত্যুর সংখ্যা সর্বাধিক, সেখানে মারা গিয়েছেন ৯ জন।বজ্রপাতে পূর্ব বর্ধমানে প্রাণ হারিয়েছেন ৫ জন, পশ্চিম মেদিনীপুরে মৃতের সংখ্যা ২ পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুরে বাজ পড়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে।  

নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। উত্তর বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো বাতাস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ২৮ শে জুলাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা। বাড়বে নদীর জলস্তর! নিচু এলাকা নতুন করে প্লাবিত হবার আশঙ্কা।

 দক্ষিণবঙ্গে শুক্রবার মূলত মেঘলা আকাশ। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি অর্থাৎ প্রবল বৃষ্টির আশঙ্কা বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে। অতিভারী বৃষ্টির আশঙ্কা পুরুলিয়া  পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাস বইবে।