গৌতম মণ্ডল, পাথরপ্রতিমা: বন দফতর (WB Forest Department) খাঁচা পাতলেও,পাথরপ্রতিমায় ধরা দেয়নি রয়্যাল বেঙ্গল (Royal Bengal Tiger)। উপেন্দ্র নগর গ্রাম লাগোয়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে বাঘ। মুহুর্মুহু গর্জন শুনে আর ঠাকুরাইন নদীর ধারে, চাষের খেতে তার পায়ের ছাপ দেখে ঘুম উড়েছে গ্রামবাসীদের।


রয়্যাল বেঙ্গলের আতঙ্ক: নদীর ধারে চাষের জমিতে বাঘের পায়ের ছাপ। গর্জনও শোনা যাচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। আর এই আতঙ্কেই রাতের ঘুম উড়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগর পঞ্চায়েতের উপেন্দ্রনগর গ্রামের বাসিন্দাদের। গতকাল বিকেলে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ঠাকুরাইন নদী লাগোয়া জঙ্গলে দু’-দু’টি খাঁচা পাতে বন দফতর। দক্ষিণ ২৪ পরগনার ADFO-র নেতৃত্বে এলাকায় রয়েছেন অভিজ্ঞ বন কর্মীরা। নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গ্রাম লাগোয়া জঙ্গল। কিন্তু রয়্যাল বেঙ্গল ফাঁদে পা দেয়নি। গত একমাস ধরে গ্রামবাসীদের তাড়া করে বেড়াচ্ছে বাঘের আতঙ্ক। চাষবাস, নদীতে মাছ, কাঁকড়া ধরাও বন্ধ করে দিয়েছেন তাঁরা। টায়ার, মশাল জ্বালিয়ে চলছে রাত-পাহারা। পাথরপ্রতিমার বাসিন্দা নবকুমার গিরি বলেন, “বাঘটা এসেছে দুর্গাপুজোর সময় থেকে। আমরা শুনেছি। দুর্গাপুজোর পরে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। বাঘ চোখে দেখিনি। বাঘের পায়ের ছাপটাই পাচ্ছি। বাঘ চোখে দেখলে তো খেয়ে ফেলবে।’’ গতকাল জেলা বন আধিকারিক মিলন মণ্ডল বলেন, “আমাদের কাছে খবর আসে যে ফ্রেস কিছু পাগ মার্ক দেখা গেছে। স্টাফেরা সঙ্গে সঙ্গে ওখানে গেছে। আজকে সকালে কনফার্ম হয় যে ফ্রেস পাগ মার্ক আছে। বাঘ ওখানে রয়েছে।’’


চলতি মাসেই কুলতলির মৈপীঠের গৌড়ের চক গ্রামে বাঘের আতঙ্ক ছড়ায়। লোকালয়ে মিলছিল পায়ের ছাপ। তাতে রাতের ঘুম উড়ে যায় গ্রামবাসীদের। এরপর খাঁচা পাতে বন দফতর। যদিও সবাইকে ফাঁকি দিয়ে রাতে খাঁচা পর্যবেক্ষণ করেই গা ঢাকা দিয়েছিল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। খাঁচার আশপাশে মেলে তার পায়ের ছাপ। তিনদিন ধরে লুকোচুরি খেলা শেষে গ্রামে দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের। একসময় বন কর্মীদের দিকে তেড়েও আসেন দক্ষিণরায়। প্রাণ বাঁচাতে গাছে উঠে পড়েন বন কর্মীরা। তবে শেষপর্যন্ত বাজি ফাটিয়ে, টিন বাজিয়ে, বাঘকে তাড়া করেন তাঁরা। মাকরি নদীতে ঝাঁপ দিয়ে, আজমলমাড়ি তিন নম্বর জঙ্গলে ফিরে যায় রয়্যাল বেঙ্গল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Job Seekers: চাকরি চেয়ে হাজতে শৌচাগারের পাশে তিন রাত, জামিনের পরও চোখেমুখে আতঙ্কের ছাপ