রঞ্জিত সাউ, শান্তনু নস্কর, বারুইপুর: বার বার সতর্ক করা সত্ত্বেও দায়িত্বজ্ঞানহীন আচরণ। তাই এ বার কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় নামল বারুইপুর পুলিশ (Baruipur Plice)।  সোমবার সকালে কাছারি বাজার মোড়ে ব্যাপক ধরপাকড় চলে। মাস্ক (Mask Up) না পরে ঘুরে বেড়ানোয় ন’জনকে গ্রেফতার (Arrest for not Wearing Mask) করা হয়েছে সেখানে।


সামগ্রিক ভাবে রাজ্যের দৈনিক সংক্রমণ (Daily COVID Cases) সামান্য নামলেও, দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas News) দৈনিক করোনা সংক্রমণ এখনও ১ হাজারের উপরেই রয়েছে। এমন পরিস্থিতিতে কোভিড বিধি কার্যকর করতে বিশেষ ভাবে তৎপর হয়েছে বারুইপুর পুলিশ। সেই মতো সোমবার সকালে কাছারি বাজার মোড় সংলগ্ন এলাকায় নজরদারি (COVID Protocols) শুরু হয়। তাতেই চরম দায়িত্বজ্ঞানহীনতার ছবি ধরা পড়ে।


বাজার সংলগ্ন এলাকায় তো বটেই, বাজারের মধ্যেও ক্রেতা-বিক্রেতাদের অনেককে মাস্ক না পরে থাকতে দেখা যায়। প্রশ্ন করলে বিধিভঙ্গকারীরা নানা অজুহাতও দেখান পুলিশকে। তাই বলে, বুঝিয়ে কাজ না হওয়ায় গ্রেফতারির মতো পদক্ষেপ করে পুলিশ।


স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এলাকায় সংক্রমণ হ্রাসের কোনও লক্ষণ মেলেনি এখনও। বরং ক্যানিং ১ নম্বর ব্লকে করোনা সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। তাতেই কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আরও পড়ুন: COVID Vaccine for Children: মার্চেই ১২ থেকে ১৪ বয়সিদের টিকা! ঝুঁকি কমবে বলে আশাবাদী চিকিৎসকরা


পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই চলতি সপ্তাহের বৃহস্পতি এবং শুক্রবার বারুইপুর পৌরসভা এলাকার সমস্ত দোকান, বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সংক্রমণের রূপরেখা ঊর্ধ্বমুখী হওয়ায় ভাঙড় ২ নম্বর ব্লকে ঘুরিয়ে ফিরিয়ে বন্ধ রাখা হচ্ছে বাজার।


সোমবার পোলেরহাট-সহ ভাঙড়ের একাধিক বাজার বন্ধ রাখা হয়েছে। সোমবার থেকে টানা তিন দিন বন্ধ থাকছে ক্যানিংয়ের তালদি এবং সাতমুখী বাজার। শুধুাম্তর জরুরি পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সমস্ত এলাকায়। তার মধ্যেই বারুইপুর কাছারি বাজারে কোভিড বিধিভঙ্গের ছবি ভয় ধরাচ্ছে।