কলকাতা: আগামী দু’মাসের মধ্যেই ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ (COVID Vaccine) শুরু হতে পারে। মার্চের মাঝামাঝি শুরু হতে পারে টিকাকরণের (Vaccination for Children) পরবর্তী ধাপ। দেশের নিয়ন্ত্রক সংস্থার তরফে ইতিমধ্যেই অনুমোদন মিলেছে বলে সূত্রের খবর। নতুন বছরের শুরু থেকে ১৫ থেকে ১৭ বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ওই বয়সি ৩ কোটি ছেলেমেয়ে টিকা পেয়েছে। আরও চার কোটির টিকাকরণ হওয়া বাকি। তা সম্পন্ন হলেই পরবর্তী ধাপে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকা দেওয়া শুরু হবে।
করোনার (COVID Pandemic) বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই শিশুদের টিকাকরণ শুরু হয়েছে। ধাপে ধাপে ভারতও সেই পথেই এগোবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই শিশু বিশেষজ্ঞ জয়দেব রায় এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আগেই বলেছিলাম, ১৫ ঊর্ধ্বদের পর ছোটদের টিকা দিতে হবে। ২ বছরের ঊর্ধ্বে যারা, তাদের টিকার পরীক্ষামূলক প্রয়োগ কিন্তু আগে থেকেই হয়ে রয়েছে। তাই ধীরে ধীরে ছোটদেরও টিকা দেওয়ার কাজ শুরু করতে হবে।’’
আরও পড়ুন: COVID-19 Vaccination: ইচ্ছের বিরুদ্ধে কাউকে করোনা টিকা নয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র
শিশুদেরো করোনার টিকা দেওয়া সমান জরুরি বলে মনে করছেন চিকিৎসক। তাঁর কথায়, ‘‘ছোটদের নিভৃতবাসে রাখার অনেক অসুবিধা। তাদের থেকে বড়রাও সংক্রমিত হতে পারেন। আবার করোনার ঢেউয়ের দাপট যখন কমবে, তখন নীচু ক্লাসগুলিও খুলে যাবে স্কুলে। তাই টিকা হয়ে গেলে মা-বাবার চিন্তা কিছুটা হলেও কমবে।’’
রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বেল শিশুদের উপর করোনার তেমন প্রভাব এখনও পর্যন্ত লক্ষ্য করা যায়নি বলে মনেকরছেন বিশেষজ্ঞরা। কিন্তু জয়দেব রায়ের বক্তব্য, ‘‘এখনও পর্যন্ত করোনা আক্রান্ত কোনও শিশুর অবস্থা গুরুতর হতে দেখা যায়নি সে ভাবে। তবে প্রথম দুই ঢেউয়ের ক্ষেত্রে দেখা গিয়েছে, শুরুতে পরিস্থিতি গুরুতর না হলেও, পরবর্তী কালে শিশুদের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়। তাই টিকার নিরাপত্তা থাকলে, ঝুঁকি অনেকটা কমবে।’’