গৌতম মণ্ডল, রায়দিঘি: সরকারি পুকুরের মাছ বিক্রির টাকায় ভাগ বসানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেই নিয়ে স্থানীয়দের সঙ্গে বিবাদ, টানাপোড়েন তুঙ্গে। শেষ মেশ তৃণমূল ওই পুকুরের দখল নিয়েছে বলে অভিযোগ। এলাকায় তারা ব্যাপক বোমাজিও করেছে বলে অভিযোগ। এমনকি স্থানীয় কয়েক জনকে মারধরের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। (Raidighi News)


দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা এলাকার ঘটনা। সেখানকার নগেন্দ্রপুর  গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব শ্রীধরপুরে একটি সরকারি পুুকুর রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই পুকুরের মাছ বিক্রির টাকায় ভাগ বসাতে চায় তৃণমূল। কিন্তু স্থানীয় বাসিন্দাদের কেউ রাজি হননি তাতে। তার জেরে শুক্রবার এলাকায় তাণ্ডব চালান তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং তাঁর অনুগামী দলের নেতা-কর্মীরা। (South 24 Parganas News)


স্থানীয়দের দাবি, এলাকায় ব্যাপক বোমাবাজি করা হয়। পুকুরের চারিদিক ঘিরে দেওয়া হয় তৃণমূলের পতাকায়। পুকুরে নামলে মারধরের হুমকি দেওয়া হয় স্থানীয়দের কয়েক জনকে। তাতে গত তিন দিন ধরে পুকুর ব্য়বহার করতে পারছেন না স্থানীরা। যে কারণে সমস্যায় পড়ছেন গ্রামের ২০ থেকে ২৫টি পরিবার।


আরও পড়ুন: Recruitment Scam: সন্দেহভাজনদের কবে জিজ্ঞাসাবাদ করবেন? লোকসভা ভোটের দিন ঘোষণার পর? CBI কে প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের


ওই এলাকা সুন্দরবনের নদী তীরবর্তী। তাই মিষ্টি জলের আকাল রয়েছে এমনিতে। যে কারণে প্রায় ১৫ বছর আগে সরকারি উদ্যোগে, গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সরকারি জমিতে বিরাট ওই পুকুর খনন করা হয়। এলাকার বাসিন্দাদের স্নান, রান্না-সহ গৃহস্থালী কাজে জলের জোগানে ভরসা হয়ে উঠেছিল পুকুরটি। 


শুধু তাই নয়, পুকুরের মাছ চাষ করে যে টাকা আয় হতো, সেই টাকা ব্যবহার করা হতো এলাকায় আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে। সেটিই দখল করে নেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। মূল অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাজকৃষ্ণ বৈরাগী। তিনি বলেন, "আগে পুকুরের টাকা দু’‌ভাগ হতো। এখন তৃণমূল ক্ষমতায়। তাই মাছ বিক্রির টাকার ভাগ তৃণমূলকে দিতে হবে। ওই গ্রামের লোক রাজি হননি।"


যদিও বোমাবাজি এবং পতাকা লাগানোর কথা অস্বীকার করেন রাজকৃষ্ণ। তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার অবশ্য বলেন, "কেউ পতাকা লাগালেই, তা দলের সম্পত্তি হয়ে যায় না। ওই এলাকার মানুষের সমস্যা হলে প্রশাসনের দারস্থ হোক।" বিজেপি নেতা পলাশ রানার অভিযোগ, "সব কিছু দখল করে নিতে চায় তৃণমূল। সেই জন্য সরকারি পুকুরে পতাকা লাগিয়ে দখল করেছে। মানুষকে ব্যবহারও করতে দিচ্ছে না।"