সুদীপ্ত আচার্য, গৌতম মণ্ডল ও শান্তনু নস্কর, সুন্দরবন : বঙ্গোপসাগরে (Bay of Bengal) বাড়ছে ঘূর্ণিঝড় 'মোকা' (Cyclone Mocha) তৈরির আশঙ্কা। আগাম সতর্ক রাজ্য প্রশাসন। সুন্দরবনের (Sundarban) প্রত্যন্ত এলাকায় নদীবাঁধের পরিস্থিতি খতিয়ে দেখলেন মন্ত্রী বঙ্কিম হাজরা। পূর্ব মেদিনীপুরে ঝড় মোকাবিলায় শুরু হয়েছে মক ড্রিল।


ঘূর্ণি-অশনিসঙ্কেত


মে মাসে আবার ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। শেষ পর্যন্ত কী ধেয়ে আসবে মোকা ? বাংলায় (West Bengal) কি আরও একবার আছড়ে পড়তে চলেছে প্রকৃতির রুদ্ররোষ ? ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তাকে ঘিরে জোরাল হচ্ছে এমনই সব প্রশ্ন আর আশঙ্কা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার সকালে নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণাবর্ত (Cyclone)। বুধবার  সকালে তা পরিণত হতে পারে অতি গভীর নিম্নচাপে (Deep Depression)। পরে তা যত উত্তরে যাবে, তত শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে সেই ঝড়ের অভিমুখ কোন দিকে হতে পারে, এখনও তার কোনও দিশা মেলেনি।


অতীত অভিজ্ঞতা থেকে সতর্কতা


ঘূর্ণিঝড়ে পথ ধাঁধায় অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই ঝড় মোকাবিলায় সতর্ক প্রশাসন। উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় নদীবাঁধের পরিস্থিতি খতিয়ে দেখলেন মন্ত্রী বঙ্কিম হাজরা (Bankim Hazra)। আরেক উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে ঝড় মোকাবিলায় শুরু হয়েছে মক ড্রিল। এখন থেকেই তৈরি রাখা হচ্ছে সাইক্লোন শেল্টারগুলিকে।


সুন্দরবনে আতঙ্কের ঘূর্ণি অভিজ্ঞতা 


গত ৪ বছরে মে মাসেই ৪ টি বড় ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তার মধ্যে আমফান ও ইয়াস আছড়ে পড়েছিল রাজ্যে। এবার ঘূর্ণিঝড় মোকার পূর্বাভাসেই কার্যত ঘুম ছুটেছে সুন্দরবন লাগোয়া গোসাবার (Gosaba) বাসিন্দাদের। তীব্র জলোচ্ছ্বাসে দুর্বল নদীবাঁধ ভেঙে ফের বিপর্যয়ের আশঙ্কা করছেন তাঁরা। সাগরের ধবলাট এলাকায় নদীবাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। শনিবার সাগরের ধবলাট এলাকায় নদীবাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। আর রবিবার মৌসুনী দ্বীপে গিয়ে বিভিন্ন নদীবাঁধের অবস্থা খতিয়ে দেখেন তিনি।


আরও পড়ুন- কবে পঞ্চায়েত ভোট ? ধোঁয়াশার মধ্যেই অভিষেকের কথায় স্পষ্ট ইঙ্গিত


ঝড় মোকাবিলায় প্রশাসনিক তৎপরতার ছবি ধরা পড়েছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরেও। দিঘা, মন্দারমণি, কাঁথি-সহ একাধিক জায়গায় জেলা প্রশাসনের উদ্যোগে মকড্রিল শুরু হয়েছে। জলোচ্ছ্বাসে কেউ ভেসে গেলে কীভাবে উদ্ধার করতে হবে, বিদ্যুতের খুঁটি উপড়ে গেলে কীভাবে তা সরাতে হবে, ঝড়ে গাছ ভেঙে পড়লে দ্রুত কী করণীয়, প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে কেউ আটকে পড়লে, তাকে কীভাবে উদ্ধার করতে হবে, এমন নানা বিষয়ে মহড়া দিলেন সিভিল ডিফেন্স, দমকল-সহ নানা বিভাগের কর্মীরা।


অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না