গৌতম মণ্ডল, সুন্দরবন: সুন্দরবনের (Sundarban) জঙ্গলে রাত পাহারা দিতে গিয়ে নেতিধোপানি ক্যাম্পের কাছে খুন হন বন দফতরের কর্মী (Forest Guard Death)। বন দফতরের দাবি, টহলদারির সময় কয়েকজনকে দেখে সন্দেহ হয় বন কর্মীদের। বাধা দিতেই সংঘর্ষ বাধে। রবিবার ভোরে জঙ্গলের মধ্যেই মেলে নিখোঁজ বন কর্মীর মৃতদেহ। কুপিয়ে খুন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আর এই মৃত্যুর পরই উঠছে একাধিক প্রশ্ন। 


চোরাশিকারিদের হাতে চলে গেল প্রাণ?


জল-জঙ্গলে মোড়া সুন্দরবনে খুন হয়েছেন এক বনকর্মী। রাত পাহারার সময় অতর্কিতে ধেয়ে আসে আক্রমণ। চোরাশিকারিদের রুখতে গিয়ে খুন? উঠছে প্রশ্ন। মৃত অমলেন্দু দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মধুসূদনপুর এলাকার বাসিন্দা। নেতিধোপানি বিট অফিসে তিনি কর্মরত ছিলেন। এই মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সাম্প্রতিক অতীতে সুন্দরবনে চোরাশিকারীদের হাতে বনকর্মীর খুনের নজিরও নেই। এই মৃত্যুতে মৃত বনকর্মীর পরিবার ও প্রতিবেশীরা একাধিক প্রশ্ন তুলেছেন। চোরাশিকারী না অন্য কেউ এই খুনে জড়িত তা নিয়েও প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। তাঁর চাকরির মেয়াদ ছিল বছরখানেক। তার আগেই কর্মরত অবস্থায় মৃত্যু হল বনকর্মীর। বাড়িতে আছেন স্ত্রী ও এক মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। মৃত বনকর্মীর আত্মীয়দের প্রশ্ন, গুলির লড়াই হলে কেন বাকিদের কিছু হল না?‌ অমলেন্দু নিখোঁজ হলেন কী করে? রবিবার বেলা দশটায় মৃত বনকর্মীর বাড়িতে প্রথম মৃত্যু সংবাদ আসে।


সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের নেতিধোপানি ক্যাম্পের কাছেই কেওড়াসুতির জঙ্গল। বন দফতর সূত্রে খবর, শনিবার বোটে চড়ে নাইট পেট্রোলিংয়ে বার হয়েছিলেন বন দফতরের চার কর্মী। অভিযোগ, কেওড়াসুতির জঙ্গলে ঘোরার সময়, তাঁদের নজরে আসে সংরক্ষিত এলাকায় আরেকটি বোটে কয়েকজন রয়েছে। জিজ্ঞাসাবাদ শুরু করতেই ওই দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে। বনকর্মীদের ওপর চড়াও হয়। তারপর থেকেই নিখোঁজ ছিলেন এক বন কর্মী। রবিবার ভোর ৫টা নাগাদ কেওড়াসুতির জঙ্গলের মধ্যেই নামখানার বাসিন্দা ৫৯ বছরের অমলেন্দু হালদারের দেহ মেলে। পুলিশ সূত্রে খবর, হামলাকারীরা সংখ্যায় ১২-১৪ জন ছিল। মৃত বনকর্মীর মাথার পিছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কুপিয়ে খুন বলেই প্রাথমিক তদন্তে অনুমান। বন দফতরের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সুন্দরবন কোস্টাল থানার পুুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: ভোট শেষ হতেই অশান্তি, তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ