আশাবুল হোসেন, কলকাতা: বারবার লোকালয়ে হানা দিচ্ছে রয়্যাল বেঙ্গল (Royal Bengal Tiger)। বাসিন্দাদের সুরক্ষিত রাখতে ও বাঘের (Tiger) বিচরণে সমস্যা যাতে না হয়, তার জন্য সুন্দরবনের (Sundarban) ৬২ কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘেরা হবে। বনমন্ত্রী জানিয়েছেন, এর জন্য খরচ হবে ৭০০ কোটি টাকা।


গত এক মাসে চারবার সুন্দরবনের লোকালয়ে হানা দিয়েছে রয়্যাল বেঙ্গল। দক্ষিণরায়ের বাহনের দেখা মিলছে কুলতলি (Kultali), মৈপীঠ (Maipith), গোসাবার লাহিড়িপুর (Lahiripur) ও কুমিরমারিতে (Kumirmari)। লোকালয়ে ঘন ঘন ঢুকে পড়ছে বাঘ। আতঙ্ক-উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে সুন্দরবনের (Sundarban) বাসিন্দাদের সুরক্ষিত রাখতে এবং একইসঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণেও যাতে সমস্যা না হয় তার জন্য,  সুন্দরবনের ৬২ কিলোমিটার জঙ্গল এলাকা জাল দিয়ে ঘেরার পরিকল্পনা নিয়েছে বন দফতর। দুই ২৪ পরগনায় (South 24 Parganas) এই নেট লাগাতে খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা।


এপ্রসঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) জানান, “জাপানি সংস্থা জাইকা যারা পশুদের উপর কাজ করে। আমাদের বিষয়ে ওরা আগ্রহী। আমাদের প্রস্তাব পৌঁছে গেছে। আশা করছি মাস তিন-চারেকর মধ্যে পেয়ে যাব।’’ বন দফতর সূত্রে খবর,  জাল এমনভাবে দেওয়া হবে, যাতে বাঘ অবারিতভাবে ঘুরতে পারবে জঙ্গল। লোকালয়ের দিকে মুখ করে থাকা জালে, নির্দিষ্ট দূরত্ব অন্তর থাকবে রক্ষী। বনমন্ত্রী বলেন, “গ্রামগুলোর সঙ্গে নেটিং করব। বাঘকে আটকানো হবে না। গ্রামগুলোর সঙ্গে নেট থাকবে। নেটের পর একটি দূরত্ব অনুযায়ী গেট করবে।’’


আমফান (Amphan) থেকে ইয়াস (Yass)। একের পর এক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেন্সিং। তার ফলে বারবার লোকালয়ে ঢুকে পড়ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘে-মানুষে মুখোমুখি হওয়ার ঘটনাও বেড়ে চলেছে। এই সমস্যার পাকাপাকি সমাধান করতে চাইছে বন দফতর (Forest Department)।


আরও পড়ুন: Weather Update: অব্যাহত শীতের দাপট, আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস