অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: করোনায় উদ্বেগ বাড়ছে পশ্চিম মেদিনীপুরেও (West Midnapore)। ইতিমধ্যেই খড়গপুর IIT-তে থাবা বসিয়েছে মারণ ভাইরাস (Coronavirus)। সংক্রমিত দুই স্বাস্থ্য আধিকারিকও। এই অবস্থায় হাসপাতালে পরিকাঠামো বাড়াতে উদ্যোগ নিল জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর। বাড়ানো হয়েছে করোনা পরীক্ষাও।


রাজ্যে ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনার সংক্রমণ। মারণ ভাইরাসের সংক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছেন না চিকিত্‍সক-সহ প্রথম সারির করোনা যোদ্ধারাও। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Midnapore Medical College) সুপার ইন্দ্রনীল সেন ও খড়গপুর মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। করোনা থাবা বসিয়েছে খড়গপুর IIT-তেও। সোমবারই সংক্রমিত হয়েছেন ৩১ জন ছাত্র-ছাত্রী। ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি।


জেলা স্বাস্থ্য দফতর (District Health Department) সূত্রে খবর, গত এক সপ্তাহে জেলায় ৯ গুণ বেড়েছে সংক্রমণ। করোনা আক্রান্ত হয়েছেন ১০৮ জন। পরিস্থিতি যাতে আর বেগতিক না হয়, সেদিকে নজর রেখে পদক্ষেপ করা শুরু করল জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবনচন্দ্র হাঁসদা বলেন, “ঘাটাল, খড়গপুর ও মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এমনিতে তৈরি ছিল, নতুন করে শালবনি ও ডেবরা হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে, ইতিমধ্যেই সমস্ত সুবিধা যুক্ত ২৬০টি বেড তৈরি রাখা হয়েছে।’’ রোগ নির্ণয়ে কোভিড টেস্টের (Covid19 Test) ওপরও জোর দিয়েছে স্বাস্থ্য দফতর। মেদিনীপুর মেডিক্যাল কলেজে অনেকেই করোনা টেস্ট করাচ্ছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সংক্রমণ রুখতে আরও বেশ কিছু পদক্ষেপ করা হবে। 


এদিকে ফের লাফিয়ে বাড়ল রাজ্যের দৈনিক করোনা (Corona) সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতর (West Bengal Health Department Bulletin) প্রকাশিত মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, রেকর্ড লাফে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ টপকে গেল ৯ হাজার। ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ১৬ জনের। রাজ্যেও পজিটিভিটি রেট আশঙ্কাজনকভাবে বেশি। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে পজিটিভি রেট ১৮.৯৬ শতাংশ। 


আরও পড়ুন: Coochbehar Covid Rule Break : থিকথিকে ভিড়, কোভিড বিধি উড়িয়ে স্কুলের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান তুফানগঞ্জে, হাজির প্রাক্তন মন্ত্রী