সঞ্চয়ন মিত্র, কলকাতা: পুজোর (Durga Puja 2022) আর হাতে গুনে কয়েকটা দিন বাকি। বেশ কিছু বড় মণ্ডপে মা দুর্গার (Maa Durga) আগমনও শুরু হয়ে গিয়েছে। কিন্তু তারই মধ্যে নিম্নচাপের (Low Pressure) ভ্রুকুটি। আবহাওয়া দফতরের (Meteorological Department) পক্ষ থেকে জানানো হয়েছে যে পুজোর আগে দক্ষিণবঙ্গে (South Bengal) প্রবল পরিমাণে বৃষ্টি হতে পারে। আর কী কী জানা যাচ্ছে?


দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা


পুজোর আগেই দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া অফিস। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North and South 24 Paraganas), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (Purba and Pashchim Medinipur) এবং হাওড়ায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়াতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


গতকালই জানানো হয়েছিল, পুজোর মুখে রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি দেখা যাবে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। গতকাল জানা যায়, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার সতর্কতা, জানাল, আবহাওয়া দফতর।


আরও পড়ুন: Sitalkuchi News: শীতলকুচিতে বিজেপি-র মিছিল ঘিরে ধুন্ধুমার, মুহুর্মুহু বোমাবাজির অভিযোগ, তৃণমূলকে দোষারোপ, অস্বীকার উদয়নের


কোন কোন জেলায় বৃষ্টির পূর্বভাস? 


আগামী সোমবার, সপ্তাহের প্রথম দিন, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে জারি কমলা সতর্কতা। সোমবার ভারী বৃষ্টি হতে পারে, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়ার কিছু অংশে। আর মঙ্গলবার ভারী বৃষ্টি হত পারে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত। উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। দিঘা, মন্দারমণি, সাগর এলাকায় সমুদ্রে বিনোদনের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হবে।