কাডিজ: চলতি মরসুমে একাধিক নতুন তারকাকে দলে সই করিয়ে নতুন উদ্যমে মাঠে নেমেছে বার্সেলোনা (FC Barcelona)। এখনও পর্যন্ত এ মরসুমে লা লিগায় (La Liga) অপরাজিত রয়েছে বার্সা। কাডিজের বিরুদ্ধেও সেই রেকর্ড অব্যাহত রইল। ৪-০ গোলে ম্যাচ জিতে লিগ তালিকায় শীর্ষে পৌঁছে গেল কাতালান ক্লাবটি। পাশাপাশি নতুন রেকর্ডও গড়ে ফেলল জাভির বার্সা।
গোলশূন্য প্রথমার্ধ
মাঝসপ্তাহে ভিক্টোরিয়া প্লেজানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে ৫-১ গোলে জিতেছিল বার্সা। সেই ম্যাচের থেকে এই ম্যাচের প্রথম একাদশে বেশ অনেকগুলিই বদল করেছিলেন বার্সা কোচ জাভি। তাতে দলের খেলায়ও প্রভাব পড়ে। রাফিনহা প্রথমার্ধে বার্সার হয়ে পোস্টে একটি শট মারেন। তাছাড়া তেমন কোনও বড় সুযোগই তৈরি করতে পারেনি বার্সা। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে খেলার রঙ বদলে যায়। দলের হয়ে ৫৫ মিনিটে প্রথম গোলটি করেন ফ্রাঙ্কি ডিজং। কাডিজ গোলকিপার লেডেসমা তরুণ মিডফিল্ডার গাভির একটি শট বাঁচালেও, তা চলে আসে ডিজংয়ের পায়ে। বল পেয়ে তা জালে জড়াতে কোনও ভুল করেননি ডাচ তারকা। বার্সা ১-০ গোলে এগিয়ে যায়।
এদিন সাবস্টিটিউট হিসাবে মাঠে নামেন রবার্ট লেওয়ানডস্কি। মাঠে নেমেই ৬৫ মিনিটে বার্সার লিড দ্বিগুণ করেন তিনি। এরপর দুর্ভাগ্যবশত গ্যালারিতে এক দর্শক অসুস্খ হয়ে পড়ায় খেলা আধা ঘণ্টা বন্ধ থাকে। কাডিজ খেলোয়াড়দের তৎপরতায় সেই সমর্থকটি অবশ্য দ্রুতই চিকিৎসা পান এবং তিনি পরবর্তীতে হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলেও কাডিজ ক্লাব কর্তৃপক্ষ জানায়। দীর্ঘ সময় ম্য়াচ বন্ধ থাকার পর বার্সার হয়ে আন্সু ফাটি ও উসমান দেম্বেলে গোল করে দলকে ৪-০ ম্য়াচ জিততে সাহায্য করেন। কাডিজের বিরুদ্ধে জয়ের সুবাদে ২০১৬ সালে জিদানের রিয়াল মাদ্রিদের বাইরের মাঠে টানা ১৭টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসাল জাভির বার্সেলোনা।
জয় পেল অ্যাটলেটিকো
চলতি লা লিগা মরসুমে চারটি জয় ও একটি ড্রয়ের সুবাদে আপাতত ১৩ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে বার্সা। অপরদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদও (Atletico Madrid) সেল্টা ভিগোকে পরাজিত করে। অ্যাটলেটির হয়ে অ্যাঞ্জেল কোরেয়ে নয় মিনিটে প্রথম গোলটি করেন। প্রথমার্ধ শেষ হয় ১-০ স্কোরলাইনে। এরপর দ্বিতীয়ার্ধে আর্জেন্তাইন রড্রিগো ডিপল ও ক্যারাস্কো যথাক্রমে ৫০ ও ৬৬ মিনিটে দুই গোল করে দলকে ৩-০ এগিয়ে দেন। ৭১ মিনিটে সেল্টা এক গোল শোধ করে বটে। ৮২ মিনিটে নুনিয়েজের আত্মঘাতী গোলে ফের তিন গোলের লিড নিয়ে নেয় অ্যাটলেটিকো। ম্যাচ ৪-১ স্কোরলাইনে অ্যাটলেটিকোর পক্ষেই শেষ হয়। এই বর্তমানে ১০ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো লিগ তালিকায় চার নম্বরে রয়েছে।
আরও পড়ুন: নাগাড়ে তৃতীয় ড্র বায়ার্নের, নেমারের গোলে জিতল পিএসজি