সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের শীতের মুখ দেখতে চলেছে দক্ষিণবঙ্গ। পৌষ সংক্রান্তির আগেই পারদপতনের সম্ভাবনা দেখা গিয়েছে। পৌষ শেষের আগেই দক্ষিণবঙ্গে ফের কামড় বসাতে পারে শীত। আবহাওয়াবিদদের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে পৌষ সংক্রান্তির আগেই কমবে তাপমাত্রা, বাড়বে শীত। আজ থেকেই বইবে হিমেল হাওয়া, আগামীকাল থেকে পারদ পতন হতে পারে বলে মনে করা হচ্ছে।
কবে থেকে শীত?
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী তিনদিন তাপমাত্রা ক্রমশ কমবে দক্ষিণবঙ্গে। আমজনতার মুখে হাসি ফুটিয়ে শুক্র ও শনিবারে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে অনুমান। আসবে শীতের নতুন স্পেল। আরও দু-তিন দিন একই রকম তাপমাত্রা থাকবে বলে অনুমান।
শীতের (Winter in West Bengal) প্রথম স্পেল বেশ লম্বা ছিল। তারপর শীত উধাও হয়ে যায়। ঘূর্ণাবর্তের কারণে পিছু হঠে শীত। নিম্নচাপ থাকার কারণে গাঙ্গেয় উপকূলে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পেয়েছিল। সেই কারণেই ভরা পৌষেও তেমন শীতের দেখা পাওয়া যায়নি পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বেশ কিছুদিন আকাশে মেঘও দেখা গিয়েছে। ফলে শীতের অনুভূতি তেমন ছিল না। এরই মধ্যে শুরু হতে পারে শীতের দ্বিতীয় স্পেল। উত্তুরে হাওয়া বইবার ক্ষেত্রে কোনও বাধা নেই। আকাশ পরিষ্কার, ফলে ঠান্ডা বাড়বে। পারদ পতনের সম্ভাবনা রয়েছে। কলকাতায় অন্তত ২-৩ ডিগ্রি পারদ নামতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং (Darjeeling Weather) ও কালিম্পংয়ে। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও। বিহার ও ঝাড়খন্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। সপ্তাহের শেষ দিকে পারা পতনের সম্ভাবনা। রবিবারের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে।
কলকাতায় আজ বিকেল থেকেই উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। কাল থেকে পারদ ক্রমশ নামবে। তিন ডিগ্রি নেমে ১৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে কলকাতার তাপমাত্রা। সকালে হালকা মাঝারি কুয়াশা। বেলায় মূলত পরিষ্কার আকাশ। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
আরও পড়ুন: দুয়ারে ED! শোনার পরেই ফোন কাটেন শাহজাহান, তারপরেই হামলা! দাবি ইডির