সঞ্চয়ন মিত্র, কলকাতা : ইতিমধ্যে বর্ষা হাজির হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। আর যার জেরে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। বর্ষা প্রবেশের পর ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ থেকে ক্রমশ নিচের দিকের জেলাগুলিতে নামবে বৃষ্টির সেই প্রভাব। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।

বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

আজ ও কাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain Predicted)। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, এই চার জেলাতে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়বে।

ভারী বৃষ্টি জারি উত্তরবঙ্গে

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় আজও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। চরম বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। তিস্তা, তোর্সা, জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলির জল স্তর বেশ কিছুটা বেড়েছে বিপদসীমা ছুঁয়ে যাওয়ার আশঙ্কা। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।

একধাক্কায় কমবে তাপমাত্রা

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে কয়েক জেলায়। দক্ষিণবঙ্গের আকাশে মেঘ থাকায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকছে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

কলকাতায় মেঘলা আকাশ। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৮৯ শতাংশ।

আরও পড়ুন- শীর্ষে বীরভূম, রাজ্যে কোন জেলায় কত আসনে জয় এল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ?

কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?

Weather Forecast
Date Min Temp Max Temp Weather
         
22-Jun 28.0 33.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
23-Jun 27.0 32.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
24-Jun 27.0 31.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
25-Jun 26.0 32.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
26-Jun 26.0 30.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
27-Jun 26.0 30.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm