সঞ্চয়ন মিত্র, কলকাতা : সকালটা ভ্যাপসা গরম দিয়ে শুরু হলেও আছে আশার বার্তা। হতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের।  বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রবল গরমের মধ্যে এটা স্বস্তির খবর বৈকি !  

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

মৌসম ভবন সূত্রে খবর , এবছর কেরলে বর্ষা প্রবেশ করবে নির্দিষ্টি সময়ের থেকে দেরিতে। কেরলে  পয়লা জুন বর্ষা ঢোকে। এই মরসুমে বর্ষা কেরলে ঢুকবে ৪ জুন। আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে, বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। একইসঙ্গে পশ্চিমের জেলাগুলিতে   বুধবার গরম ও অস্বস্তি বজায় থাকবে।

বজ্রপাতের আশঙ্কা

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিকেল বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া এবং ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি  নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান জেলাতে। এই অঞ্চলগুলিতে বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন :      

 'ভগবান বাংলাকে বাঁচান', এগরায় মৃতদেহ লোপাটের অভিযোগ শুভেন্দুর, আজই যাচ্ছেন ঘটনাস্থলে

বৃষ্টি উত্তরবঙ্গেও

উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাভাস থাকছে। দার্জিলিং ও কালিম্পং এ বেশি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি , আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা।

কলকাতায় কেমন আবহাওয়া

কলকাতায় বুধবার আংশিক মেঘলা আকাশ।  সকাল থেকে দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিকেলে বা সন্ধেয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম।

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
17-May 25.0 36.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
18-May 26.0 37.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
19-May 26.0 38.0
Thunderstorm with rain
20-May 26.0 36.0
Thunderstorm with rain
21-May 27.0 35.0
Thunderstorm with rain
22-May 27.0 36.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
23-May 27.0 36.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm