কলকাতা : শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছিল আবহাওয়া দফতর। শুক্রবার অবধি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে শনিবার থেকে কমবে বৃষ্টির সম্ভবনা ও পরিমাণ।


আবহাওয়া দফতরের পূর্বাভাস,  রবি ও সোমবার বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আরও একটা স্পেল শুরু হওয়ার কথা। ওড়িশা লাগোয়া কিছু জেলায় শনিবার বিকেলের দিকে দমকা হাওয়া ও বৃষ্টির সামান্য সম্ভবনা রয়েছে । 


আসছে বর্ষা
শনিবার  নিকোবর দ্বীপে ঢুকে পরেছে মৌসুমী বায়ু। আগামীকাল দুপুরের মধ্যে গোটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মৌসুমী বায়ুর কবলে পড়বে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায়। আন্দামানে আগাম হলেও কেরলে দেরীতে বর্ষা। নির্ধারিত সময়ে পয়লা জুন বর্ষা ঢোকে কেরলে। এই মরসুমে বর্ষা কেরলে আসবে ৪ঠা জুন। অর্থাৎ এবছর বর্ষা দেরীতে ঢুকছে বলে জানিয়ে দিল মৌসম ভবন। বঙ্গে বর্ষা কবে, তা পরে জানানো হবে। আগে উত্তরবঙ্গে বর্ষা আসবে। তার অল্প কিছুদিন পরে বর্ষা প্রবেশ করবে দক্ষিনে।


 দক্ষিণবঙ্গে কেমন থাকবে আজ-কালের আবহাওয়া 


পশ্চিমের জেলাগুলিতে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বেশি থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও শনিবার তাপমাত্রা কিছুটা বাড়ল। সঙ্গে অত্যধিক জলীয় বাষ্প থাকায় দিনভর ঘেমে নেয়ে একশা হবে দক্ষিণবঙ্গবাসী। তবে নতুন করে রাজ্যে কোনও জেলায় আপাতত তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই। 


 উত্তরবঙ্গে চলবে বৃষ্টি 

 শনিবার বিকেল পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। 


 কলকাতায় কেমন থাকবে আবহাওয়া 
শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতায়। জলীয় বাষ্পের জন্য সারাদিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।  বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতায়। রাতের তাপমাত্রা ২৩ থেকে বেড়ে ২৬ দশমিক ৬ ডিগ্রি হবে।  


আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখা মধ্যপ্রদেশ বিদর্ভের উপর দিয়ে গেছে। ঘূর্ণাবর্ত রয়েছে পাঞ্জাব রাজস্থান এবং উত্তর প্রদেশের উপর। শনিবার থেকে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে। আগামী পাঁচ দিন গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, কঙ্কন ও গোয়াতে ।