কলকাতা : বৃহস্পতিবার সকাল থেকেই ছিল প্রবল গরম। হাঁসফাঁস অবস্থা। বিকেলে স্বস্তি দিল কালবৈশাখী। আরাম দিল ঠান্ডা হাওয়া সহ বৃষ্টি। বৃহস্পতির সান্ধ্য বৃষ্টিতে স্বস্তির রাত পেল বাংলার তেতেপুড়ে থাকা জেলাগুলো। শুক্রবার দিন শুরু মেঘ-রোদ্দুরের লুকোচুরি দিয়ে। আবহাওয়া দফতর বলছে, আজও জেলায় জেলায় নামবে বৃষ্টি বইবে ঝোড়ো হাওয়া।
শনিবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কোথায় কোথায়
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বেলা যত বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম কিছুটা থাকবে। বিকেল বা সন্ধে থেকে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে। শনিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে হালকা বৃষ্টি চলবে। আজ তিনটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও জলপাইগুড়ি সহ পার্বত্য এলাকায়।
আরও পড়ুন :
শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা
কলকাতার তাপমাত্রা
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত এই সম্ভাবনা থাকবে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
26-May | 25.0 | 36.0 | Thunderstorm with squall | |
27-May | 25.0 | 35.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
28-May | 26.0 | 36.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
29-May | 27.0 | 37.0 | Partly cloudy sky | |
30-May | 28.0 | 38.0 | Partly cloudy sky | |
31-May | 28.0 | 38.0 | Partly cloudy sky | |
01-Jun | 29.0 | 38.0 | Partly cloudy sky |