সঞ্চয়ন মিত্র, কলকাতা: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে (South Bengal)। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বৃষ্টি বাড়বে। বুধবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। উত্তরবঙ্গে ও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি।


 দক্ষিণবঙ্গের উপকূলে ও পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতাতেও রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির অনুকূল থাকতে পারে আবহাওয়া। 


উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ,জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ৪-৫ দিন সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘন্টায় মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়  হালকা বৃষ্টির সম্ভাবনা।


কলকাতায় আংশিক মেঘলা আকাশ।  বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোম-মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস কম। রাজস্থান থেকে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে আসাম পর্যন্ত। উত্তর প্রদেশ বিহার হয়ে উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে এই অক্ষরেখা। 


ঘূর্ণাবর্তের জেরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে চলেছে রোজ। বিরাম বলতে মাঝে গিয়েছে দুই-তিনদিন। আবহাওয়া দফতর সূত্রে খবর,  ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস।  তবে সপ্তাহান্তে ফের হতে পারে ঝড়-বৃষ্টি বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়েই কোথাও ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড চারিদিক, আবার কোথাও শিলাবৃষ্টি।


আরও পড়ুন, 'প্রয়াত বাবাকেও ছাড়ছেন না', উদয়নকে তীব্র কটাক্ষ শুভেন্দুর


ইতিমধ্যেই ঝড়-বৃষ্টি হয়েছে কলকাতা-উত্তর ২৪ পরগনা সহ একাধিক জায়গায়। সবমিলিয়ে গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়েই উত্তরবঙ্গের একাধিক এলাকায় ঝড়-বৃষ্টি ইতিমধ্যেই হয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে,  নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা নেই। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।  এদিন দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়ার্স। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়ার্স।