কলকাতা: ভ্যাপসা গরমের মধ্যেই দক্ষিণবঙ্গে (South Bengal) হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দফতরের (Weather Office) তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জন্য আগামী ৪ থেকে ৫ দিন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিরপাতের পরিমাণ খুব বেশি থাকবে না। শুধু আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমের দিকে জেলাগুলির কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দুই এক জায়গায়, বজ্রবিদ্যুতের সম্ভাবনাও থাকবে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। 


কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি ?


হাওয়া অফিস আরও জানিয়েছে, কলকাতা ও পাশ্ববর্তী এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে পরিমাণ খুব বেশি হবে না।  যদিও উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশিই থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উত্তরের ৫ টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং ৯ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও একটু বাড়বে উত্তরবঙ্গে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি আগামী ৪ থেকে ৫ দিন ধরে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।   কলকাতার ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ ৩৪ ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন ২৭ -২৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। 


বৃষ্টিপাতের পরিমাণ কী কমছে ?


আবহাওয়া দফতরের তরফে এর উত্তরে জানানো হয়েছে, না, এখন বৃষ্টিপাতের পরিমাণ কমছে বলা যায় না। কারণ টাইম পিরিওড সেপ্টেম্বর অবধি। তাই এখনও বাকি অনেকটা সময় বাকি। তাই এটা বলা উচিত নয় যে, বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। তবে এই মুহূর্তে খুব একটা সিস্টেম তৈরি হয়নি। সাধারণত কী হয় ? বর্ষার সময় নিম্নচাপ তৈরি হয়, তবে এখনও সেরকম কিছু আমরা খুব বেশি পাইনি, বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। 


আরও পড়ুন, 'ভোটলুঠের অভিযোগে হাইকোর্টে মামলা হবে', শুভেন্দুর নিশানায় 'মুখ্যমন্ত্রী' 


আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?


দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।   
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।  
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ সেলসিয়াস।


জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।  


আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?


বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
 নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।