সঞ্চয়ন মিত্র, কলকাতা: হিসেব মতো বর্ষা (Monsoon) এসে গিয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। কিন্তু সে ভাবে তুমুল বৃষ্টির দেখা কোথায়? এবার আশার কথা শোনাচ্ছেন আবহাওয়াবিদরা। বিশেষত, আবহাওয়া বিজ্ঞানী অনুপ কুমার পাল বলেন, 'উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে (Bay Of Bengal) একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। অবশ্য কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ ও দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কী বলছেন আবহাওয়া বিজ্ঞানী?
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানালেন আবহাওয়া বিজ্ঞানী। তবে কোনও সতর্কবার্তা নেই। তবে দক্ষিণবঙ্গ, বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে। তারই প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। কলকাতার ক্ষেত্রে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি ও ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
আজ কলকাতার তাপমাত্রা?
গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় .৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্যুৎ-সহ এক-দু'পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে তাপমাত্রার হেরফেরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা।
আরও পড়ুন:লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা