মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: দলবিরোধী কাজের অভিযোগে এবার বালুরঘাট শহর তৃণমূল সভাপতিকে পদ থেকে বহিষ্কার। সাংবাদিক বৈঠক করে ওই নেতাকে বহিষ্কারের কথা ঘোষণা করেছেন দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল সভাপতি। পাল্টা তৃণমূল রাজ্য নেতৃত্বের দ্বারস্থ হচ্ছেন বহিষ্কৃত নেতা। জেলা নেতৃত্বকে না জানিয়ে কর্মিসভা করার অভিযোগ! সেই অভিযোগের কারণেই পদ থেকে বহিষ্কার করা হয়েছে বালুরঘাটের শহর তৃণমূল সভাপতি। ঘটনার সূত্রপাত ২০ মে। ওই দিন বালুরঘাটের গুলমোহরে স্থানীয় কর্মী-সমর্থকদের নিয়ে একটি সভা করেন বালুরঘাটের শহর তৃণমূল সভাপতি বিমান দাস। অভিযোগ, জেলা তৃণমূল নেতৃত্বকে অন্ধকারে রেখে ওই কর্মিসভা করেছিলেন তৃণমূল নেতা। তারপরেই তাঁকে শোকজ (Show Cause) করে জেলা তৃণমূল। জেলা তৃণমূল সূত্রে খবর, শোকজের চিঠির জবাবে সন্তুষ্ট না হওয়ায় এবার পদ থেকে বহিষ্কার করা হল বিমান দাসকে।


জেলা নেতৃত্বের বক্তব্য:
দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক বলেন, 'দলবিরোধী কাজকর্ম করছিলেন বিমান দাস। আমরা বেশ কিছুদিন ধরেই নজর রাখছিলাম। সুব্রত বক্সির নির্দেশেই বহিষ্কার করা হয়েছে।' তৃণমূল সূত্রে খবর, দ্রুত নতুন কোনও নেতাকে বালুরঘাটের শহর তৃণমূল সভাপতি পদে বসানোর জন্য দলের অন্দরে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ।


অভিযুক্তের বক্তব্য:
জেলা নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বালুরঘাটের শহর তৃণমূল (TMC) সভাপতি। বালুরঘাটের শহরের তৃণমূল সভাপতি বিমান দাস বলেন, 'শোকজ করার উত্তর দিয়েছি। এই অবস্থায় কী করে জেলা নেতৃত্ব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল জানা নেই। আমি রাজ্য নেতৃত্বের কাছে আবেদন জানাব।'


বিজেপির কটাক্ষ:
এমন ঘটনায় তৃণমূলের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির (BJP) বালুরঘাট শহর মণ্ডল সভাপতি সমীরপ্রসাদ দত্ত বলেন, 'তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে।' দলের মধ্যে গোষ্ঠীকোন্দলের কারণেই এমন ঘটনা বলে খোঁচা দিতে ছাড়েননি বিজেপি নেতারা।   


আরও পড়ুন: উদ্বোধনের কয়েকঘণ্টার মধ্যেই কামারকুন্ডু উড়ালপুরে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১