সোমনাথ মিত্র, হুগলি: আজই উদ্বোধন হয়েছে কামারকুন্ডু উড়ালপুলের (Kamarkundu Flyover)। আর উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা (Accident) ঘটে গেল সেখানে। ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। অপর এক বাইক আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন।


কামারকুন্ডু উড়ালপুলে দুর্ঘটনা-


কামারকুন্ডু রেল ওভারব্রিজের উদ্বোধন নিয়ে কাল রাতেই শুরু হয়েছিল বিতর্ক। রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ওই ওভারব্রিজের উদ্বোধনে তাদের আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করে হুগলির ডিএমকে চিঠি দিয়েছিল রেল। উদ্বোধনের দিন বদলে দেওয়ারও দাবি জানিয়েছিল ছিল।  তাদের দাবি ছিল, এটি যৌথ উদ্যোগে তৈরি প্রকল্প। সেটি কেন একা মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন? রেলের তরফে এমনই প্রশ্ন তুলেই হুগলির জেলাশাসককে চিঠি দিয়েছিল রেল। যদিও এদিন পূর্ব নির্ধারিত সূচি মেনেই ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 


আরও পড়ুন - Hooghly News: কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপ স্ত্রীকে, বাধা দিতে গেলে কেটে পড়ল আঙুল, হুগলিতে গ্রেফতার অভিযুক্ত স্বামী


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারকুন্ডু উড়ালপুল উদ্বোধনের পর আজ সন্ধেবেলা উড়ালপুলের উপর দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। উড়ালপুলের ঠিক মাঝখানে দুটি বাইকের মুখোমুখি ধাক্কায় ছিটকে পড়ে যান দুটি বাইকের দুজন আরোহী। রক্তাক্ত অবস্থায় উড়ালপুল থেকে তাঁদের উদ্ধার করেন স্থানীয় মানুষজন ও পুলিশ। দ্রুত তাঁদের সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁদের একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত ব্যক্তির আঘাতের মাত্রা এতটাই বেশি যে তাঁকে ডানকুনির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত বাইক আরোহীর নাম তরুণ কুমার আদক। বছর আটচল্লিশের ওই ব্যক্তির বাড়ি সিঙ্গুরের মদ্য হিজলা গ্রামে।


প্রসঙ্গত, বিতর্কের মাঝেই আজ সিঙ্গুর থেকে ভার্চুয়ালি কামারকুণ্ডুর উড়ালপুল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিন সিঙ্গুরে গিয়ে তার আগে বাজেমেলিয়ায় সন্তোষী মায়ের মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজো দেওয়ার পর স্থানীয় স্কুল পড়ুয়াদের খাবার পরিবেশন করেন। তুলে দেন উপহারও। গতকালই ভবানীপুরে কাঁসারি পাড়ায় একটি শীতলা পুজোর অনুষ্ঠানে এদিন সিঙ্গুরে যাওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো এদিন পৌঁছে যান সিঙ্গুরে।