মুন্না আগরওয়াল, বালুরঘাট : বালুরঘাটে বিজেপি (BJP) বুথ সভাপতির রহস্যমৃত্যু। বালুঘাট ফরেস্টে গাছ থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। পরিকল্পনা করে তাঁকে খুন করেছে তৃণমূল (TMC)। এমনই অভিযোগ তুলেছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 


মৃত্যু-রহস্য !


সোমবার রাতে আত্মীয়র বাড়ি থেকে খাওয়াদাওয়ার পর বেরিয়েছিলেন। তারপর থেকেই আর খোঁজ নেই। মঙ্গলবার ভোরে জঙ্গলে গাছ থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এক বিজেপি নেতার মৃত্যুতে দানা বেঁধেছে রহস্য। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। মৃতের নাম সমীর পাহান (৪৫)। তিনি ছিলেন বালুরঘাটের ভাটপাড়া পঞ্চায়েতের কালাইবাড়ির বিজেপির বুথ সভাপতি।


পরিবারের দাবি, সোমবার বিকেলে কালাইবাড়ি থেকে বালুরঘাটের ফরেস্ট এলাকায় আত্মীয়র বাড়িতে যান। তারপর সেখান থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। এরপর মঙ্গলবার বালুরঘাটের জঙ্গলে মিলল বিজেপি বুথ সভাপতির ঝুলন্ত দেহ।


মৃত বিজেপি নেতার আত্মীয় সৌমেন পাহান বলেন, আজ ভোরে জানতে পারি। রাজনীতি করত। তদন্ত করে দোষীদের বের করা হোক।

আর বিজেপি কর্মীর রহস্যমৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনীতি। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে ট্যুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি।
ট্যুইটে সুকান্ত মজুমদার লিখেছেন, বালুরঘাটের কালাইবাড়িতে আরও এক বিজেপি কর্মী সমীর পাহানকে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ পাওয়া গেছে। রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই। হিংসা ও খুনের মাধ্যমে যুবসমাজের কণ্ঠ রোধ করতে চান দিদি।


দক্ষিণ দিনাজপুর বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরীর অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই খুন করে ঝুলিয়ে দিয়েছে।


যদিও দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর সুভাষ চাকি বলেন, ঘটনার সঙ্গে যোগ নেই কোনও । হেমতাবাদেও একই বলেছিল। ওরা এসব বলেই থাকে। 

এদিকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।


প্রসঙ্গত, গত পরশুই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে (Bishnupur) তৃণমূল (TMC) কংগ্রেসের বুথ সভাপতিকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি সাধন মণ্ডলকে গুলি করে খুন করা হয়। চায়ের দোকানে বসে থাকার সময় তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৬ থেকে ৮ রাউন্ড গুলি চালানো হয়। 


আরও পড়ুন ; 'ভাড়াটে খুনিকে কাজে লাগানো হয়েছিল', তৃণমূল বুথ সভাপতি খুনে বিস্ফোরক তথ্য