চঞ্চল মজুমদার, বংশীহারী, (দক্ষিণ দিনাজপুর): মধ্যযুগীয় কুসংস্কার জের। দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বংশীহারীতে ডাইন অপবাদে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। থানায় গিয়ে আত্মসমর্পণ এক অভিযুক্তের। অভিযোগ, প্রতিবেশীর অসুস্থতা নিয়ে মন্তব্য করায়, আজ সকালে ওই ব্যক্তির বাড়িতে চড়াও হয় কয়েকজন। বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। 


থানায় ঢুকে আত্মসমর্পণ: রক্তমাখা কুড়ুল হাতে থানায় ঢুকে আত্মসমর্পণ! তুকতাকের সন্দেহে একজনকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে। বুধবার বাড়ির সামনে থেকে উদ্ধার হয় পঞ্চাশোর্ধ্ব লক্ষ্মীরাম হেমব্রমের মৃতদেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকালে কয়েকজনকে সঙ্গে নিয়ে লক্ষ্মীরামের বাড়িতে চড়াও হন প্রতিবেশী মিলন বাস্কে। অভিযোগ, প্রথমে লক্ষ্মীরামকে বেধড়ক মারধর করা হয়। তারপর ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে। মিলন তাঁকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ।


আরও পড়ুন: North 24 Pargana News: অর্জুনের 'এজেন্ট'কে বিজেপি থেকে সরানোর দাবি, শ্যামনগরে পোস্টার ঘিরে অস্বস্তি


কেন ঘটল এই ঘটনা: তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন নিহতের আত্মীয়।  নিহতের আত্মীয়  ফুলমনি হাঁসদা, গতকাল রাতে মিলনের বাড়িতে গিয়ে তাঁর বাবা মরে যাবে একথা বলেছিলেন লক্ষ্মীরাম। তুকতাক করেছে এটা বলেছে। এরপরই আজ সকাল মিলন ওকে মেরেছে। খুনের পর রক্তমাখা কুড়ুল নিয়ে গিয়ে থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত যুবক। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ধরনের ঘটনা ঠেকাতে আরও সচেতনতা প্রয়োজন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। 


পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য গোবিন্দ তালুকদারের কথায়, দুঃখজনক ঘটনা। সচেতনতা খুবই জরুরি। আদিবাসীদের মধ্যে যাঁরা শিক্ষিত তাঁরা এগিয়ে না এলে হবে না। অন্যদিকে প্রতিবেশীদের বিরুদ্ধে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। পলাতক অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।