চঞ্চল মজুমদার, দক্ষিণ দিনাজপুর: লিখিত অভিযোগের ভিত্তিতে দুই দিন পর মৃত বৃদ্ধের মৃতদেহ (Deadbody) কবর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ (Police)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের গৌড়দীঘি গ্রামের ঘটনা (South Dinajpore)।


জানা গিয়েছে ,গত ১৬ তারিখে হরিরামপুরের গৌড়দীঘি গ্রামের বাসিন্দা ৬৬ বছরের বৃদ্ধ  কুদাই সোরেনের বুকের ব্যাথা নিয়ে  মৃত্যু হয়। যার পরেই শাস্ত্র মতে তাঁকে কবর দেওয়া হয়।কিন্তু দুই দিন পর পরিবারের সদস্যরা জানতে পারেন স্বাভাবিকভাবে নয় বরং কুদাই সোরেনের  মৃত্যুর পিছনে লুকিয়ে থাকতে পারে 'খুনের ঘটনা।'


মৃতের ছেলে মানিক সরেনের  অভিযোগ,গত দুই দিন আগে এলাকার বুড়ি মাতার মেলায় যাওয়ার পথে এলাকার মানিকুল ইসলামের সঙ্গে কোনও এক অজ্ঞাত কারণে বাকবিতর্কে জড়িয়ে পড়ে তাঁর বাবা। অভিযোগ তার বাবাকে মারধর করেছিলেন ওই ব্যক্তি। যে বিষয়টি তাঁদের জানা ছিল না। মৃতের ছেলের অভিযোগ, তাদের বাবা বাড়িতে ফিরে এসে বুকের ব্যাথায় মৃত্যু হয়।


স্বাভাবিকভাবেই তাদের বাবার শেষ কাজ সম্পূর্ণ করেন তাঁর ছেলে।কিন্তু দুই দিন পর গ্রামেরই দুই ব্যক্তির কাছে  জানতে পারেন, তাঁদের বাবার  মৃত্যুর  দিন মানিকুল ইসলামের সঙ্গে ঝামেলা হয়েছিল এবং তাঁর বাবাকে মারধর করেছিল সেই ব্যক্তি। যা দেখেছিলেন ওই দুই প্রতিবেশী  বলে অভিযোগ মৃতের ছেলের।


প্রতিবেশীর কাছে থেকে এমন ঘটনা শোনার পরেই  হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করেন মৃতের ছেলে।অভিযোগের ভিত্তিতে শনিবার ম্যাজিস্ট্রেট সহ হরিরামপুর থানার পুলিশ মৃত কুদাই সোরেনের মৃতদেহ কবর খুঁড়ে উদ্ধার করেন ।ময়নাতদন্তের জন্য বালুরঘাটে মৃতদেহ  পাঠিয়ে হরিরামপুর থানার পুলিশ খতিয়ে দেখছেন কুদাই সোরেনের মৃত্যু স্বাভাবিক নাকি খুন? পুরো বিষয় খতিয়ে দেখছেন হরিরামপুর থানার পুলিশ।


প্রসঙ্গত, হাওড়ার (Howrah) আমতার (Amta ) ছাত্রনেতা আনিস খানের মৃত্য়ু ঘিরেও বিতর্কের জেরে, কবর থেকে তোলা হয়েছিল দেহ। চলতি বছরে সেপ্টেম্বরে নাগেরবাজারেও বৃদ্ধের মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছিল নিজের বাগানবাড়ি থেকে উদ্ধার হয়েছিল বৃদ্ধের পচাগলা দেহ। মৃতের নাম কল্যাণ ভট্টাচার্য । স্থানীয়দের দাবি ছিল, পোষ্যকে নিয়ে একাই থাকতেন বৃদ্ধ। সব সময় বাইরের গেট থাকত তালাবন্ধ। সন্ধেয় বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল এক অজ্ঞাতপরিচয় যুবককে।  


আরও পড়ুন, 'I.N.D.I.A জোট ভাঙার চক্রান্ত..', সেলিমকে 'মীরজাফর' বলে কটাক্ষ ফিরহাদের



  • আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y