মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: পুরভোটকে (Municipal Election) সামনে রেখে দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) প্রস্তুতি শুরু করে দিল বিজেপি (BJP)। বালুরঘাট (Balurghat) ও গঙ্গারামপুর (Gangarampur) পুরসভা দখলের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, দু’টি পুরসভাই তাদের দখলে আসবে। দিবাস্বপ্ন বলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল (TMC)।


কলকাতা পুরভোটের (KMC) দিন ঘোষণা হলেও, রাজ্যের বকেয়া শতাধিক পুরসভার ভোট কবে হবে, তা এখনও স্পষ্ট নয়। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও, পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি। মেয়াদ উত্তীর্ণ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও গঙ্গারামপুরেও পুরভোট হওয়ার কথা।


মাস দুয়েক হল বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার। তিনি যে এলাকার বাসিন্দা, সেই বালুরঘাট গেরুয়া শিবিরের কাছে মর্যাদার লড়াই। তৃণমূলের থেকে বোর্ড ছিনিয়ে নিতে কর্মীদের নিয়ে বৈঠক করেছে বিজেপি।তৃণমূল নেতৃত্বও বুথ সভাপতিদের নিয়ে বৈঠক করেছে।


বিধানসভা ভোটে দক্ষিণ দিনাজপুর জেলার ৭টি আসনের মধ্যে চারটিতে জেতে তৃণমূল। বিজেপির দখলে যায় তিনটি আসন। যে বিধানসভাগুলিতে দুটি পুরসভা রয়েছে, সেখানে জিতেছে বিজেপি। বিধানসভা ভোটের নিরিখে বালুরঘাটের ২৫টি ওয়ার্ডের ২৩টি লিড পায় বিজেপি, ২টিতে এগিয়ে ছিল তৃণমূল।


অন্যদিকে, গঙ্গারামপুরের ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৫টি এগিয়ে বিজেপি, ৩টি ওয়ার্ডে লিড পায় তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমরা আশাবাদী বালুরঘাটের মানুষ বিজেপির হাতে বোর্ড তুলে দেবে। দুটি পুরসভার এগিয়ে থাকার দৌলতে বিধানসভায় জিতেছি।যাঁরা বিশিষ্টজন তাঁদের আহ্বান জানাচ্ছি তারা ভোট দিন।


গত পুরভোটে দু’টি পুরসভাই ছিল তৃণমূলের হাতে। বিধানসভার ট্রেন্ড বজায় থাকবে না কি, গড় রক্ষা করতে পারবে তৃণমূল? এই নিয়ে চর্চা চলছে দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা তথা মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, “উপনির্বাচনের বিজেপির তিনটেতে জামানত জব্দ হয়েছে। এর দ্বারা পরিষ্কার মানুষের কাছে, ভোটের আগের পরিস্থিতি এবং বর্তমান অবস্থা আকাশ-পাতাল তফাৎ। দুটো পুরসভাতে জিতব আমরা।’’


আরও পড়ুন: East Burdwan: পূর্ব বর্ধমানে সরকারি আবাসনে তালা ভেঙে চুরি