মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর: গোপন সূত্রে আগেই খবর ছিল পুলিশের কাছে। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র (Illegal Weapons) কেনা বেচা চলছে, তা জানতে পারেন তাঁরা। আর তারপরই ক্রেতা সেজে হানা দেয় গঙ্গারামপুর (Gangarampur) থানার পুলিশ। সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করেন তাঁরা।


আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার যুবক-


পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্রসহ ধৃত যুবকের নাম প্রসেনজিৎ ঘোষ। তার বাড়ি দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) গঙ্গারামপুর থানার পাটন ঘোষপাড়া এলাকায়। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় গানা দেয় গঙ্গারাম থানার পুলিশ। সেখান থেকে একটি ৭ এমএম-এর আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ সহ প্রসেনজিৎ ঘোষ নামে ওই যুবককে গ্রেফতার করেন তাঁরা। ধৃতকে গঙ্গারামপুর থানায় প্রথমে নিয়ে আসা হয়। এদিন নির্দিষ্ট ধারা দিয়ে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মহকুমা আদালতে পাঠায় গঙ্গারাম থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িয়ে রয়েছে, তা জানার চেষ্টা করছেন তাঁরা। পাশাপাশি ধৃত যুবক কার কার সঙ্গে আগ্নেয়াস্ত্র কেনা বেচা করত সে সম্পর্কেও তাকে জিজ্ঞাসাবাদ করছে।


আরও পড়ুন - South Dinajpur: বেহাল রাস্তায় নাকাল বাসিন্দারা, রাস্তা আটকে বিক্ষোভ


প্রসঙ্গত, গতকালই পূর্ব মেদিনীপুর থেকে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র মজুত (Arms) ও বোমা বাঁধার অভিযোগ (Bomb)। গ্রেফতার হয় এক ব্যক্তি। ধৃত বিজেপি-র (BJP) সমর্থক বলে দাবি পুলিশের। উদ্ধার হয়েছে প্রচুর বোমা ও বোমা তৈরির সরঞ্জাম। পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি বিজেপি-র সমর্থক। ময়না থানার ওসি গোপাল পাঠক বলেন, "সঞ্জয় তাঁতি বিজেপি পার্টির সমর্থক। অনেকদিন ধরেই আমাদের কাস্টডিতে ছিল। পরবর্তীতে বেল পাওয়ার পর, বোমা বাঁধতে গিয়ে দেহের বাদিকের অংশ পুড়ে যায়। ফোন থেকে অনেক তথ্য পাচ্ছি। ফরেন্সিকে পাঠাবো...  অনেক নেতার সঙ্গে যোগাযোগ। কোথা থেকে টাকা পেল?" পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে বোমা বাঁধার খবর পেয়ে, রবিবার রাতে, ময়না ব্লকের গোড়ামাহাল গ্রামে অভিযান চালানো হয়। তখনই হাতেনাতে পাকড়াও করা হয় সঞ্জয় তাঁতি নামে এই বিজেপি সমর্থককে। ধৃতের কাছ থেকে পাওয়া গেছে, একাধিক আগ্নেয়াস্ত্র, 9mm পিস্তল, ১৩ রাউন্ড গুলি, ৪৫টি বোমা, ও প্রচুর বোমা তৈরির সরঞ্জাম।