সমীরণ পাল, খড়দা: চাকরি-দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে এবারও মন্ত্রীর নিশানায় বামেরা। গতকাল খড়দায় নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় অনুষ্ঠানে চাকরি-বিক্রি নিয়ে সিপিএমকে আক্রমণ করেন শোভনদেব। তিনি বলেন, "সিপিএম সায়েন্টিফিক্যালি চুরি করত। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিটি দফতরে নিজেদের লোক ঢুকিয়েছে। ওরা চাকরি দিয়ে মাসে মাসে পার্টি অফিসে কমিশন জমা করতে বলত। আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়ে ধরা পড়েছে।''                                   

  


ফের বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়:


নিয়োগে অনিয়মের অভিযোগে পূর্বতন বাম সরকারকে নিশানা করলেন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল বিধায়ক বলেন, "তৃণমূল সবাইকে দেখিয়ে দিয়েছে যে, সিপিএমের আমলে কেমন করে, প্রতিটি দফতরে কীভাবে দুর্নীতি হয়েছে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে, পাবলিক সার্ভিস কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের দলের লোককে সব ঢুকিয়ে দিয়েছে। আপনি বলবেন পয়সা তো নেয়নি। হ্যাঁ, নিয়েছে। কীভাবে নিয়েছে, বুঝিয়ে দিন। ওরা চুরিটা খুব সায়েন্টিফিক্যালি করে। কীরকম? আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়ে নিয়েছে। যারা নিয়েছে, তারা ধরা পড়ুক, জেলে যাক। ওরা বলছে, এই যে তোকে চাকরিটা দিলাম, সারা জীবন যখন তুই চাকরি করবি, মাসে মাসে এত কমিশন পার্টি অফিসে দিতে হবে।...হিসেব করে দেখবেন তো, মোট বছরে ১২টা মাস। ইনটু এত বছরের সার্ভিস, যোগ করলে কত হয়? টেকনিক্যাল চোর এরা। খুব ভাল চোর। টেকনিক্যাল চোর।''                      


খড়দার বিধায়কের নিশানায় বামেরা:


স্কুল থেকে পুরসভা - একের পর এক নিয়োগে অনিয়মের অভিযোগে, তৃণমূল নেতাদের নাম জড়িয়ে যাওয়ায় বেকায়দায় রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে, পাল্টা বাম আমলের নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সুর চড়াতে শুরু করেছে তৃণমূলও। এর আগেও বাম আমলের নিয়োগে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রী দাবি করেন, "প্রয়োজনীয় নম্বর না থাকা সত্ত্বেও পলিটেকনিক কলেজে অন্তত ২০০ অধ্যাপককে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে সিপিএমের আমলে।'' 


 আরও পড়ুন: Kolkata News: মত্ত অবস্থায় দুই দলের মধ্য়ে হাতাহাতি, দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু একজনের