কলকাতা: পুজোর (Durga Puja) সময় নজরদারির জন্য নবান্নে (Nabanna) খোলা হল বিশেষ কন্ট্রোল রুম (Control Room)। চতুর্থীর দিন থেকেই ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম। এমনকী, কন্ট্রোল রুম খোলা হচ্ছে জেলাতেও। প্রথম দফায় লক্ষ্মীপুজো পর্যন্ত খোলা থাকবে এই কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন একজন আধিকারিক। কালীপুজোতেও খোলা থাকবে কন্ট্রোল রুম।  


কন্ট্রোল রুমের নম্বর ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬। 


এদিকে, পুজোয় মধ্য়েই বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। নবমী-দশমীতে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, এমনই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। সপ্তমীর দিন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত ক্রমশ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে।শক্তিশালী হয়ে ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে।                                                                                                                     


এই নিম্নচাপ অন্ধ ওড়িশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাবে নবমী ও দশমীতে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার অর্থাৎ নবমী ও দশমীতে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন, মন্ত্রী-বিধায়কদের ভাতা বাড়তে আর নেই বাধা, বেতন বিলে সই করে দিলেন রাজ্যপাল


এদিকে পুজোর আগেই দমদমে আগুনে ভস্মীভূত পুজো মণ্ডপ। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ নেতাজি সংঘ ক্লাবের সদস্যরা জানতে পারেন তাদের মন্ডপে আগুন লেগেছে। দমকলের এক ঘণ্টার চেষ্টায় সমপূর্ণ আগুন নিয়ন্ত্রণে এলেও, পুড়ে গেছে প্যান্ডেলের কাপড়, কাঠামো। পুজো উদ্য়োক্তাদের প্রশ্ন, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পরও আগুন লাগল কী করে? দমদম থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। 


অন্যদিকে, পুজোয় দুর্ঘটনা এড়াতে, সতর্ক দমকল দফতর। মণ্ডপে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে নিরাপত্তায় জোর দিতে বলা হচ্ছে। এদিন দমকলমন্ত্রী জানিয়েছেন, গতবছর ৩৮টি সাময়িক ফায়ার স্টেশন তৈরি করা হয়েছিল। এবার তা বাড়িয়ে ১০০টি করা হবে।    ড্রোনের সাহায্যেও চলবে নজরদারি।