কলকাতা: এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এসএসসি-নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশের রায়ই বহাল রাখলেন সুব্রত তালুকদার, আনন্দগোপাল মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আইনজীবী ফিরদৌস শামিম বলেন, মামলাটি আবার সিঙ্গলবেঞ্চে পাঠানো হয়েছে। কোর্টের নির্দেশ অনুযায়ী রিপোর্ট জমা দেওয়া হয়েছে। বাগ কমিটির রিপোর্ট গ্রহণযোগ্য, সেই রিপোর্টকে আদালত মান্যতা দিচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়।
ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ:
সূত্রের খবর, আদালত জানিয়েছে নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ। প্রভাবিত সবপক্ষের বক্তব্য সব সময় শুনতে হবে এমন কোনও বিধিবদ্ধ নিয়ম বা আইন নেই। এখনও পর্যন্ত যে তথ্যপ্রমাণ এসেছে তার কোনটাই এসএসসির পক্ষে যায়নি। আর্থিক দুর্নীতির খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই। উপদেষ্টা কমিটির সদস্যদের ভূমিকা আলাদা করে খুঁজে দেখার সময় এটা নয়। বিতর্কিত ভাবে নিযুক্ত হওয়া প্রার্থীদের বেতন বন্ধ বা ফেরত দিতে বলে ভুল করেনি সিঙ্গল বেঞ্চ। এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলার রায়ে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের।
আগে কী হয়েছে:
সিঙ্গল বেঞ্চ যখন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তারপর ডিভিশন বেঞ্চ সেই রায়ের উপর পাঁচ সপ্তাহের স্থগিতাদেশ দেয়। এদিন সেই মামলাগুলিরই একসঙ্গে শুনানি হয়। শুনানির পরে শেষ পর্যন্ত সিঙ্গলবেঞ্চের রায়ই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে সেই মামলা ফিরে গেল অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সিঙ্গল বেঞ্চে।
ইতিমধ্যেই রাজ্যে শিক্ষক নিয়োগে নাম জড়িয়েছে এক মন্ত্রীরও। কম নম্বর সত্ত্বেও মন্ত্রীর মেয়েকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। ২০১৮-তে স্কুলে চাকরি পান পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। ‘এসএসসির পুরনো তালিকায় ১ নম্বরে নাম ছিল ববিতা বর্মনের। নতুন মেধা তালিকায় ২ নম্বরে নেমে আসেন ববিতা বর্মন। আগে না থাকলেও নতুন মেধা তালিকায় ১ নম্বরে মন্ত্রী-কন্যার নাম থাকার অভিযোগ। মেধা তালিকায় নাম নেই, কী করে চাকরি পেলেন মন্ত্রী-কন্যা? শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা হয়। তারই পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন: পরেশ একা নন; দাদারা, রাঘব বোয়াল, মুখ্যমন্ত্রী সবাই রয়েছে এর সঙ্গে : অধীর