কলকাতা: শিক্ষক নিয়োগে (Teacher Recruitment) দুর্নীতি মামলায় ১০৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই সম্পত্তি পার্থ এবং অর্পিতার। চার্জশিট পেশের আগে এমনটাই জানাল ইডি। কিছুক্ষণের মধ্যেই শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইডির (Enforcement Directorate) প্রথম চার্জশিট। ২টি ট্রাঙ্ক ভর্তি করে ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট নিয়ে এল ইডি। তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় চার্জশিট দিতে চলেছে ইডি (ED)।
ইডির চার্জশিটে থাকছে পার্থ (Partha Chatterjee), অর্পিতা-সহ (Arpita Chatterjee) কয়েকজনের নাম। অর্পিতার ২টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি নগদ, ৫ কোটির সোনার হদিশ। বেনামে পার্থ-অর্পিতার ৪৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, দাবি ইডির। ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৮ কোটির হদিশ পাওয়ার দাবি ইডির। নামে-বেনামে পার্থ-অর্পিতার ১০৩ কোটির সম্পত্তি পাওয়ার দাবি ইড।
তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam)মামলায় প্রথম চার্জশিট পেশ করতে চলেছে ইডি। সূত্রের খবর, চার্জশিটে নাম থাকছে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় ও বিভিন্ন সংস্থার ডিরেক্টরদের। নিয়োগ দুর্নীতিতে পার্থ-অর্পিতার সরাসরি যোগ, আর্থিক লেনদেন, টাকা কোথা থেকে এসেছে, তার উল্লেখ রয়েছে বলে ইডি (Enforcement Directorate) সূত্রে খবর।
দফায় দফায় জেরা: উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দফায় দফায় জেরা সিবিআইয়ের। সূত্রের খবর, টাকার লেনদেন ও প্রভাবশালী যোগের সন্ধান পেতে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে আলাদা আলাদা ভাবে জেরা করা হয়। সিবিআই সূত্রে দাবি, পার্থ নিয়োগ দুর্নীতি-যোগ অস্বীকার করলেও, তথ্যপ্রমাণ বলছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর সরাসরি যোগ রয়েছে। সিবিআইয়ের দাবি, পার্থ তথ্য গোপন করছেন। দুর্নীতির দায় এড়িয়েছেন কল্যাণময়ও। SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকেও ফের হেফাজতে পেয়েছে সিবিআই। বয়ানে অসঙ্গতি থাকলে, তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা। খবর সূত্রের।
পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট: গতকাল নিজাম প্যালেসেই হল পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট। বাইরে থেকে চিকিৎসক এসে দেখে গেলেন তাঁকে। নিরাপত্তার কারণেই পার্থ চট্টোপাধ্যায়কে বাইরে বের করা হয়নি বলে CBI সূত্রে খবর। এদিকে রবিবার ৫৫৩ দিনে পড়ল SSC-র চাকরি প্রার্থী আন্দোলন।
নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড প্রাক্তন শিক্ষামন্ত্রী, দাবি সিবিআই-এর: নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও, তথ্যপ্রমাণ অন্য কথা বলছে। নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড প্রাক্তন শিক্ষামন্ত্রী। এমনটাই মনে করছে সিবিআই। খবর সূত্রের। নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেরা করবে সিবিআই। সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বিষয়টি কারা নিয়ন্ত্রণ করত, শিক্ষামন্ত্রী হিসেবে পার্থর ভূমিকা কী ছিল, তিনি না জানলে, কারা জানত, তা নিয়েই জেরা করা হবে পার্থকে। অন্যদিকে, জেরায় কল্যাণময়ের কাছে জানতে চাওয়া হবে, তিনি কার নির্দেশে নিয়োগপত্র দিয়েছেন। যদিও আদালতে কল্যাণময়ের আইনজীবী দাবি করেছেন, তিনি কোনও নিয়োগপত্র দেননি। সিবিআই সূত্রে দাবি, পার্থ ও কল্যাণময়ের বয়ানে অসঙ্গতি থাকলে দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে।