কলকাতা : কাল SSC-র একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। একাদশ-দ্বাদশে শূন্যপদ রয়েছে ১২,৫১৪। প্রায় ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকা যাবে না। দুপুর ১২টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত হবে পরীক্ষা । তবে, বিশেষভাবে সক্ষমদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় থাকবে। এবার OMR শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের। ৭ তারিখ নির্বিঘ্নেই শেষ হয়েছিল SSC-র নবম-দশম শিক্ষক নিয়োগের পরীক্ষা। নবম-দশমে শূন্যপদ ছিল ২৩,২১২।
৯ বছর পর SSC-র নিয়োগ পরীক্ষা হয় গত রবিবার। পরীক্ষা পর্ব মেটার পর ওইদিন দুপুরে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে SSC-র নবম-দশমের পরীক্ষা। প্রহসনের পরীক্ষা বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।
প্রায় ১৭ ধরনের দুর্নীতির অভিযোগ। যোগ্য-অযোগ্য মিলেমিশে একাকার হয়ে যাওয়া। চাল থেকে কাঁকড় বাছতে না পারা। ২৬ হাজার চাকরি বাতিল। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে ফের নিয়োগের পরীক্ষা। ৯ বছর পর নবম-দশম শ্রেণির জন্য SSC-র নিয়োগ পরীক্ষা হয় গত রবিবার। কিন্তু, একবার যোগ্য প্রমাণিত হয়েও ফের চাকরির পরীক্ষায় বসতে এসে ক্ষোভ উগরে দেন অনেকেই। কেউ আবার ভেঙে পড়েন কান্নায়।
আঁটসাঁট নিরাপত্তা। নিয়ম মানার কড়াকড়ি। আয়োজনে সেরকম কোনও খামতি ছিল না। এমনকী, ২০১৬ সালে যে OMR শিট সংরক্ষণ না করা নিয়ে এত বিতর্ক, গত রবিবার পরীক্ষা শেষে OMR শিটের কার্বন কপি দেওয়া হয় পরীক্ষার্থীদের...। পরীক্ষা পর্ব মেটার পর রবিবার দুপুরে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে SSC-র নবম-দশমের পরীক্ষা। ৯১ শতাংশ আবেদনকারী পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। ভিনরাজ্য থেকে আসা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১ হাজারের বেশি।
কিন্তু মোটের উপর পরীক্ষা পর্ব নির্বিঘ্নে কাটলেও, পরীক্ষার্থীদের মনে কয়েকটা প্রশ্ন থেকেই গেল, এবারের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে তো? আর কোনও দুর্নীতি কেড়ে নেবে না তো 'হকের চাকরি'? অন্যের দুর্নীতির দায়ে বসতে হবে না তো পথে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরীক্ষা শেষের পর পরীক্ষার্থীদের সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। যদিও এদিনের পরীক্ষা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
শুভেন্দু বলেন, "প্রহসনের পরীক্ষা। ত্রুটিযুক্ত পরীক্ষা। মমতার জন্য পরীক্ষা হয়নি। যেটুকু পরীক্ষা হয়েছে ত্রুটিযুক্ত। প্রহসনের পরীক্ষা। মমতা চাকরির পরীক্ষাও করবে না। চাকরিও দেবে না।"