কলকাতা: প্রায় নয় বছরের দীর্ঘ অপেক্ষা। অবশেষে ফের রাজ্যে হল SSC-র শিক্ষক নিয়োগের পরীক্ষা (SSC Exam)। নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পদের জন্য ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ পরীক্ষার্থী বসলেন পরীক্ষায়। রাজ্যজুড়ে ৬৩৬ কেন্দ্রে নির্বিঘ্নে মিটল পরীক্ষা। সুষ্ঠভাবে সেই পরীক্ষা শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ব্রাত্য বসু (Bratya Basu)। পরীক্ষার্থীদের উদ্দেশে কী লিখলেন তিনি?
নিজের সোশ্যাল মিডিয়ায় পরীক্ষার্থী এবং সমস্ত আধিকারিকদের শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী লিখলেন, 'আজ ৬৩৬টি কেন্দ্রে নবম, দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য সাড়ে তিন লক্ষ পরীক্ষার্থী সফলভাবে পরীক্ষা দিলেন। আমার তরফ থেকে সকল পরীক্ষার্খী, স্কুল শিক্ষা কমিশন ও এই পরীক্ষার সঙ্গে যুক্ত সব আধিকারিকদের অনেক শুভেচ্ছা।'
সপ্তাহখানেক পরেই আবার একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা আয়োজিত হবে। সেই পরীক্ষাও যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রশাসনের তরফে সব রকম সহযোগিতা করা হবে বলে আশ্বাসও দেন ব্রাত্য। 'আগামী সপ্তাহে একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষাও সম্পূর্ণ নিরাপগে, স্বচ্ছভাবে আয়োজন করতে প্রশাসনের তরফে সবরকম সহযোগিতা করা হবে।' লেখেন তিনি।
শুধু যে এই বাংলার পরীক্ষার্থীরা আজ পরীক্ষায় বসলেন তাই নয়, রাজস্থান, উত্তরপ্রদেশ থেকেও কিন্তু এ রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে এসেছেন বহু পরীক্ষার্থী। বহু চাকিরহারারাও আজ পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষা হলে পরীক্ষা দিতে এসেও কালো পোশাকে পরে চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডলদের মতো অনেক চাকরিহারারাই প্রতিবাদ জানালেন।
'হোক প্রতিবাদ' লেখা কালো টি-শার্ট পরে বাঁকুড়ার রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিলেন শর্মিষ্ঠা দুয়ারি। পরীক্ষাশেষে জানিয়ে গেলেন, 'প্রতিবাদ-আন্দোলন চলবে'। পরীক্ষা দিতে এসেই আবার কান্নায় ভেঙে পড়লেন ৫৫ বছর বয়সি চাকরিহারা মহিলা। 'আমি পরীক্ষা নিতাম, এখন এই বয়সে এসে সেখানে আমাকেই পরীক্ষা দিতে হচ্ছে। কিচ্ছু প্রস্তুতি হয়নি, পঞ্চান্ন বছর বয়স, এই বয়সে কী আর পড়াশোনা হয়?', প্রশ্ন তাঁর.