কলকাতা: দুর্গাপুজোর মধ্যেই ফের রাজপথে নামল SSC চাকরিপ্রার্থীরা। চাকরিহারাদের বাড়তি ১০ নম্বর দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি তাঁদের। এই নম্বর দিলে নতুন পরীক্ষার্থীরা বঞ্চিত হবেন, দাবি জানিয়েছেন ২০২৫-এর পরীক্ষার্থীরা। পাশাপাশি শূন্যপদের সংখ্যা বাড়ানোর দাবিতেও করুণাময়ীতে বিক্ষোভ শুরু করে তাঁরা। বিকাশভবনের পথে SSC চাকরি প্রার্থীরা।

Continues below advertisement

আরও পড়ুন, ED দফতরে হাজিরা কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর

Continues below advertisement

শূন্যপদের সংখ্যা বাড়ানোর দাবিতেও করুণাময়ীতে বিক্ষোভ SSC-র চাকরিপ্রার্থীদের

পুজোর মুখে ফের পথে SSC-র চাকরিপ্রার্থীরা। করুণাময়ী থেকে অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। চাকরিহারাদের বাড়তি ১০ নম্বর দেওয়ার বিরুদ্ধে করুণাময়ী মোড়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এই নম্বর দেওয়া হলে নতুন পরীক্ষার্থীরা বঞ্চিত হবেন, দাবি SSC-র ২০২৫-এর পরীক্ষার্থীদের। দীর্ঘদিন পরে পরীক্ষা হচ্ছে। তাই শূন্যপদের সংখ্যা বাড়ানোর দাবিতেও করুণাময়ীতে বিক্ষোভ দেখাচ্ছেন SSC-র চাকরিপ্রার্থীরা। অন্যদিকে, ২০১৬-র যোগ্য গ্রুপ C ও গ্রুপ D অধিকার মঞ্চ SSC অভিযানের ডাক দিয়েছে। তাদের দাবি, ৭ মাস ধরে বেতনহীন ‘যোগ্য’ গ্রুপ C ও গ্রুপ D শিক্ষাকর্মীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করে বেতন চালু এবং সমস্ত ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করতে হবে। একই সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনের ২০২৩-এর SLST শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ৩ বছর ধরে আটকে রাখার প্রতিবাদেও এদিন বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। 

'এই প্যানেলটা প্রথম থেকেই বেআইনি,বেআইনি প্যানেলে কী করে ১০ নাম্বার অ্যাড হয় ?! আমরা তো এটা মানব না'

একজন আন্দোলনকারী দাবি জানিয়ে বলেন, আমাদের মূল দাবি , আজ ২০১২ সালের পরে, ২০১৬ সালের প্যানেলটা আপনারা সবাই জানেন, বাতিল হয়ে গিয়েছে, আজকে দীর্ঘ চোদ্দ বছর কোনও ভ্যাকেন্সি নেই। আমরা আমাদের ১ লক্ষ শূন্যপদ চাই..। যে প্যানেলটা কে যোগ্য কে অযোগ্য, কেউ না জেনে প্যানেলটা বাতিল হয়েছে, সেই প্যানেলটা কীসের অভিজ্ঞতার নাম্বার ? ! আমরা কঠোরভাবে ওই ১০ নম্বর বাতিলের দাবি জানাচ্ছি।...অপরএক প্রতিবাদী বলেন, এই প্যানেলটা প্রথম থেকেই বেআইনি। বেআইনি প্যানেলে কী করে ১০ নাম্বার অ্যাড হয় ?! আমরা তো এটা মানব না। সঙ্গে আর্টিক্যাল ১৬ এর ভায়োলেশন।'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)