Delhi News: স্বামী চৈতন্যনন্দ সরস্বতী, আগে নাম ছিল স্বামী পার্থসারথি। দিল্লির এই 'বাবা'- র বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। এবার জানা গিয়েছে, এই 'বাবা'- ই নাকি লিখেছেন ২৮টি বই। অনলাইনে বিভিন্ন ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে উপলব্ধও রয়েছে এইসব বই। তাছাড়াও এই বইগুলিতে বিশ্বের বিখ্যাত, তাবড়, প্রথিতযশা লোকেদের পর্যালোচনাও রয়েছে। আপাতত পলাতক দিল্লির এই 'বাবা'। তাঁর খোঁজে দিল্লি পুলিশের একাধিক টিম তল্লাশি অভিযান চালাচ্ছে। 

Continues below advertisement

দিল্লির 'বাবা'- র কুকীর্তি ফাঁস হয়েছে আগেই। বছর ৬২- র স্বঘোষিত 'গডম্যান' স্বামী চৈতন্যনন্দের বিরুদ্ধে উঠেছে সাংঘাতিক অভিযোগ। দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এই 'বাবা'। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ওই সংস্থায় পড়তে আসা ছাত্রীদের, বিশেষ করে যাঁরা আর্থিক ভাবে অনগ্রসর পিছিয়ে থাকা পরিবার থেকে পড়তে এসেছে, স্কলারশিপ নিয়ে তাঁদের নিশানা বানাতেন। অশ্লীল ভাষা প্রয়োগ করে এইসব ছাত্রীদের মেসেজ করতেন। রাতবিরেতে নিজের ঘরে ডেকে পাঠাতেন। বিনা খরচে বিদেশ ভ্রমণের প্রলোভন দেখাতেন। জোর করে শারীরিক সম্পর্কও করতে চাইতেন। ইতিমধ্যেই ১৭ জন ছাত্রী এই 'বাবা'- র বিরুদ্ধে মুখ খুলেছেন। 

অভিযুক্ত স্বামী চৈতন্যনন্দ নিজেকে বলতেন সঞ্চালক। বসন্ত কুঞ্জের শ্রী সারদা ইন্সটিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের চেয়ারম্যান হিসেবে নিজেকে পরিচিতি দিতেন তিনি। দিল্লির ওর আশ্রমে হানা দিয়ে একটি গাড়িরও খোঁজ পেয়েছে পুলিশ, যার নম্বর প্লেট ভুয়ো। দূতাবাসের কূটনৈতিকের জালি নম্বর প্লেট লাগানো রয়েছে ওই গাড়িতে। ই-কমার্স সংস্থায় পাওয়া যায় এমন একটি বইতে উল্লেখ রয়েছে অ্যাপেলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের কথা। এছাড়াও জাতি সঙ্ঘের প্রাক্তন সেক্রেটারি-জেনারেল, বান-কি-মুনের উল্লেখও রয়েছে ওই বইতে। 

Continues below advertisement

পুলিশ সূত্রে খবর, ৩২ জন ছাত্রীর মধ্যে অন্তত ১৭ জন তাঁদের বয়ান দিয়েছেন। সকলের তরফেই অভিযোগ এসেছে স্বামী চৈতন্যনন্দের বিরুদ্ধে। অশ্লীল ভাষার ব্যবহার, আপত্তিজনক মেসেজ পাঠানো- কোনও কিছুতেই পিছিয়ে ছিলেন না অভিযুক্ত ব্যক্তি, এমনই অভিযোগ জানিয়েছেন ছাত্রীরা। আরও অভিযোগ, এই ব্যক্তি ছাত্রীদের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কও করতেন অভিযুক্ত ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত স্বামী চৈতন্যনন্দ ছাত্রীদের নিজের ঘরে ডেকে পাঠাতেন। তারপর বিনামূল্যে বিদেশ ভ্রমণের প্রলোভন দেখাতেন। সেই সঙ্গে মেসেজে চলত অত্যন্ত 'নোংরা' ভাষায় চ্যাট। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ যৌন হেনস্থার মামলা রুজু করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আরও অনেক ধারাতেই মামলা দেওয়া হয়েছে।