কলকাতা: ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা রাজ্যের ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করল হাইকোর্ট। এদিন আদালতের তরফে জানান হয়, '২০১৬-র সমস্ত নিয়োগই অবৈধ', নির্দেশ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের। মেয়াদ উত্তীর্ণদের ৪ সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে। যদিও এই নির্দেশ নিয়ে আদালত চত্বর পেরিয়ে তুমুল শোরগোল রাজনৈতিক মহলে। 


নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের এদিনের রায় নিয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটি সম্পূর্ণ ত্রুটিপূর্ণ রায়। এই জাজমেন্ট থাকতে পারে না। কারও কারও বিরুদ্ধে অভিযোগ ছিল। ৭৫ শতাংশ তো অভিযোগে ছিল না। তাহলে কী করে হয় এই জাজমেন্ট? ভারত্যীয় জনতা পার্টি আসলে চাকরি খেতে চাইছে। দেশে এত বেকার তো রয়েছে, সেখানে বিজেপি সবসময়ই চায় কাজ চলে যাক। বাঙালিদের চাকরি চলে যাক সেটাই বিজেপির মূল উদ্দেশ্য। এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেলে পাঁচ মিনিটে স্টে হয়ে যাবে।' 


এরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি সমস্ত শিক্ষকদের উদ্দেশে বলছি আপনারা নিশ্চিন্তে বসে থাকুন। এই রায় সম্পূর্ণ ভুল রায়। এই রায় সুপ্রিম কোর্টে উঠলে অবিলম্বে স্থগিত হবে।'                                    


আরও পড়ুন, 'খবর আছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন', মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের


কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে পাল্টা সুর চড়িয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'কল্যাণ বন্দ্যোপাধ্যায় হলেন জোচ্চোরদের দালাল। প্রশ্ন করতে ইচ্ছে করছে উনি কোথা থেকে ওঁর আইনি ডিগ্রি এনেছেন। ওঁর যোগ্যাতাই নেই। তাই এসব কথা বলছেন। চাকরির টাকার ভাগ পেয়েছেন নিশ্চয়ই। এসব নির্লজ্জদের চুপ করে যাওয়া উচিত। সুপ্রিম কোর্টে নিশ্চয়ই স্টে হতে পারে, কিন্তু সেটা সুপ্রিম কোর্ট বলবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়।' 


পাশাপাশি মুখ্যমন্ত্রীরও পদত্যাগ দাবি করেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এদিন বলেন, 'এই জোচ্চোর মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছি। তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরী প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে। একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে