কলকাতা: তমলুকের (Tamluk) বিজেপি (BJP) প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) সমর্থনে নিজের জেলায় আজ জোড়া সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় 'পদত্যাগ করতে পারেন', এমনই মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 


অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'তৃণমূলের দালালরা ভোট চাইতে এলে জিজ্ঞেস করবেন অন্ন-বস্ত্র-বাসস্থান যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল সরকার সেগুলি কোথায়? আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি বাংলায় ৪২টি আসনের মধ্যে ২৫টি আসন পেতে চলেছে। আমাদের কাছে এও খবর আছে, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন। কারণ, ওঁর পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো। চুরির রানি হিসেবে পরিচিত হয়েই গেছেন। তাই বদল করতেই হবে।' 


এদিকে, সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে পর্ব মেদিনীপুরে বিজেপি প্রার্থীর নির্বাচনী সভার নাম দেওয়া হয়েছে নারী শক্তি সম্মান সম্মেলন। এরপর বিকেলে হলদিয়ার সুতাহাটাতেও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন শুভেন্দু।                                                                          


প্রসঙ্গত, এতদিন বিচারপতির আসনে বসে দুর্নীতিগ্রস্তদের উদ্দেশ্যে চোখা চোখা বাক্যবাণ ছুড়েছেন। কিন্তু রাজনীতির ময়দানে এই প্রথমবার। তবে নিজের কেন্দ্রকে হাতের তালুর মতোই চিনে নিতে চাইছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই নাম ঘোষণা হতেই তমলুকের আনাচেকানাচে ছুটে বেড়াচ্ছেন তিনি। 


আরও পড়ুন, 'TMC-র লু থেকে বাঁচতে পদ্ম ফুলের গন্ধ মাখা হাওয়া খান', গরম মোকাবিলায় দাওয়াই দিলীপের


কখনও তীব্র দাবদাহ উপেক্ষা করেই চলছে পদযাত্রা, বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ। কখনও মন্দিরের দরজায় মাথা ঠুকছেন। প্রাক্তন বিচারপতির সঙ্গে সেলফি তোলার আবদারও জানাচ্ছেন কেউ কেউ। যদিও তাপ উপেক্ষা করেই চলছে প্রচার। তমলুকের বিজেপি প্রার্থী বলেন, 'তাপের চেয়ে বিরক্তি দুর্নীতি, তার বিরুদ্ধে লড়াই, দমন করতে হবে'। 


উল্লেখ্য, তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টা বিধানসভার মধ্যে রয়েছে হাইভোল্টেজ নন্দীগ্রাম। গত বিধানসভা ভোটে এই কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হন শুভেন্দু অধিকারী। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়েই সভা করেন শুভেন্দু। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে