অরিত্রিক ভট্টাচার্য, সল্টলেক: কলকাতা হাইকোর্টে(Calcutta Hig hcourt) চাকরিচ্যুতদের আবেদন খারিজ হওয়ার পর, আজ থেকেই SSC-র গ্রুপ সি (Group-C) পদে নিয়োগের কাউন্সেলিং শুরু হল। প্রথম দিন ১০০ জনকে তিনটি আলাদা সময়ে সল্টলেকের (Saltlake) SSC ভবনে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে। কাউন্সেলিংয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন, সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের (Abijit Ganguly) নির্দেশে চাকরিহারা গ্রুপ সি-র ৮৪২ জন অযোগ্য় চাকরিপ্রার্থীদের একাংশ। গতকাল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ চাকরিহারাদের আবেদন খারিজ করে দেয়।  কাউন্সেলিং শুরু হওয়ায় খুশি  চাকরিপ্রার্থীরা।


ধোপে টেকেনি চাকরিহারাদের আবেদন। Group C-র কাউন্সিলিংয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।  এই প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে শুরু হল SSC-র Group C পদে নিয়োগের কাউন্সেলিং। এদিন সকাল থেকে কাউন্সেলিং শুরু হয় সল্টলেকের SSC ভবনে। 


১০০ জন চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছে: SSC সূত্রে খবর, প্রথম দিন ৩ জেলা, বীরভূম, বর্ধমান ও হুগলি জেলার ১০০ জন চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছে। ৩ ধাপে, সকাল সাড়ে ১০টা, বেলা ১২টা এবং দুপুর ২টোয় তাঁদের কাউন্সেলিং হয়। নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে শোরগোল। প্রতিদিন প্রকাশ্যে আসছে নতুন নতুন তথ্য। এরই মধ্যে হাইকোর্টের নির্দেশে প্রাথমিকে চাকরি বাতিল হয়েছে ২৫২ জনের। ৬১৮ জনের চাকরি বাতিল হয়েছে নবম-দশমে।  গ্রুপ ডি (Group-D) পদে চাকরি হারিয়েছেন ২ হাজার ৪৮৪ জন এবং গ্রুপ সি পদে চাকরি গিয়েছে ৮৪২ জনের।


কাউন্সেলিংয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে চাকরিহারা গ্রুপ সি-র ৮৪২ জন অযোগ্য় চাকরিপ্রার্থীদের একাংশ। বুধবার মামলার শুনানি হয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে। নিয়োগ প্রক্রিয়াকে মিশরীয় ফসিল বলে মন্তব্য করে আদালত। হাইকোর্টে দাঁড়িয়ে চাকরিহারাদের আইনজীবী 'খেলা হবে' বলে সওয়াল করেন। 'খেলা হবে' শব্দটিতে আপত্তি জানান বিচারপতি সুব্রত তালুকদার। তাঁর নির্দেশে, শব্দবন্ধ প্রত্য়াহার করে নেন আইনজীবী। শুনানি শেষে কাউন্সিলিংয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ না দিয়ে রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। এই প্রেক্ষিতে, এদিন থেকে শুরু হল কাউন্সেলিং।


আরও পড়ুন: Sukanta Majumdar : 'পুরসভায় নিয়োগ-দুর্নীতি'র তদন্ত চেয়ে কেন্দ্রীয় দল পাঠানোর আর্জি সুকান্তর, চিঠি কেন্দ্রকে